প্রথম দিনেই স্পিনাররা যেভাবে দাপট দেখান রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসেসিয়েশন স্টেডিয়ামে, তাতে পূজারাদের পক্ষেও পালটা লড়াই চালানো সহজ হবে না বলে মনে করা হচ্ছিল। সেই আশঙ্কাই সত্যি প্রামণিত হয়। অবশিষ্ট ভারত ৩০০ টপকে তাদের প্রথম ইনিংস শেষ করে। পালটা ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে বেকায়দায় রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র।
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে অবশিষ্ট ভারত প্রথম দিনের খেলা শেষ করে ৮ উইকেটে ২৯৮ রান তুলে। তার পর থেকে খেলতে নেমে তারা দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংস শেষ করে ৯৪.২ ওভারে ৩০৮ রানে। অর্থাৎ, ১০ রান যোগ করেই অবশিষ্ট ভারত তাদের শেষ ২টি উইকেট হারিয়ে বসে।
সাই সুদর্শন ৭২, মায়াঙ্ক আগরওয়াল ৩২, হনুমা বিহারী ৩৩, সরফরাজ খান ১৭, যশ ধুল ১০, কেএস ভরত ৩৬, শামস মুলানি ৩২, সৌরভ কুমার ৩৯, পুলকিত নারাং ১২ ও নভদীপ সাইনি ৯ রান করেন। শূন্য রানে নট-আউট থাকেন কাভেরাপ্পা।
প্রথম ইনিংসে অবশিষ্ট ভারতের ১০টি উইকেটই তুলে নেন সৌরাষ্ট্রের স্পিনাররা। ৯৪ রানে ৫টি উইকেট নেন পার্থ ভাট। ৯০ রানে ৩টি উইকেট নেন ধর্মেন্দ্রসিং জাদেজা। ৭৪ রানে ২টি উইকেট নেন যুবরাজসিং দদিয়া। উইকেট পাননি জয়দেব উনাদকাট, চিরাগ জানি ও প্রেরক মানকড়।
আরও পড়ুন:- Asian Games Cricket: একের পর এক রেকর্ড ভাঙা নেপালের বিরুদ্ধে লড়াই রিঙ্কুদের, সহজ প্রতিপক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের- সূচি
পালটা ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। তারা দ্বিতীয় দিনের খেলা শেষ করে ৮০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২১২ রান তুলে। একসময় মাত্র ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে সৌরাষ্ট্র। সেখান থেকে দলকে টেনে তোলেন অর্পিত বাসবদা। তিনি লড়াকু হাফ-সেঞ্চুরি করে মাঠ ছাড়েন। ২টি বাউন্ডারির সাহায্যে ১২৭ বলে ৫৪ রান করেন অর্পিত।
চেতেশ্বর পূজারা ঠুকঠুকে ইনিংসে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বটে, তবে দলকে বিপদসীমার বাইরে নিয়ে যেতে পারেননি। পূজারা ৪টি বাউন্ডারির সাহায্যে ৮১ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন। এছাড়া ২টি বাউন্ডারির সাহায্যে ৮৯ বলে ২৯ রান করেন সামর্থ ব্যাস। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৩ রান করেন শেলডন জ্যাকসন।
আরও পড়ুন:- World Cup 2023: ট্র্যাডিশনাল রং, তবে দুর্দান্ত সব নকশা, দেখে নিন ১০ দলের বিশ্বকাপের জার্সি, আপনার পছন্দ কোনটি?
প্রেরক মানকড় ১টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ২৯ রানের যোগদান রাখেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ২০ রান করেন পার্থ ভাট। ২টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১১ রান করেন ধর্মেন্দ্রসিং জাদেজা। চিরাগ জানি ২ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি হার্ভিক দেশাই। দিনের শেষে জয়দেব উনাদকাট ৩টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৭ রান করে নট-আউট থাকেন। ৬ বল খেলে এখনও খাতা খুলতে পারেননি যুবরাজিং দদিয়া।
অবশিষ্ট ভারতের হয়ে ২৮ রানে ৩টি উইকেট নিয়েছেন কাভেরাপ্পা। ৬৪ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন সৌরভ কুমার। ৪৬ রানে ২টি উইকেট নেন শামস মুলানি। ৫৬ রানে ১টি উইকেট নিয়েছেন পুলকিত নারাং। উইকেট পাননি নভদীপ সাইনি। আপাতত প্রথম ইনিংসের নিরিখে অবশিষ্ট ভারতের থেকে ৯৬ রানে পিছিয়ে রয়েছে সৌরাষ্ট্র।