চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটিই ভারতীয় দলের তিন সুপারস্টার রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার কেরিয়ারের শেষ ওয়ান ডে ম্যাচ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ঠিক পরেই রোহিত শর্মা জানিয়ে দেন যে তিনি এখনই অবসর নিচ্ছেন না। বিরাট কোহলিও যে খেলা চালিয়ে যাবেন, সেই ইঙ্গিতও মেলে রোহিতের কথাতেই। পরে সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব না ছড়ানোর কথা বলে জাদের নিশ্চিত করে দেন যে, তিনিও এখনই ওয়ান ডে খেলা ছাড়ছেন না।
ভারতীয় দল রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে। ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে আইপিএল দলের সঙ্গে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে ভারতীয় ক্রিকেটারদের একসঙ্গে দেশে ফেরার কোনও পরিকল্পনা ছিল না। আইপিএলের জন্যই ভারতের সুপারস্টাররা দুবাই থেকে আলাদা আলাদা শহরের বিমান ধরেন।
সেই মতো সোমবারই রাতেই দুবাই থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হন জাদেজা। তাঁর সঙ্গী ছিলেন বরুণ চক্রবর্তী। জাদেজা জাতীয় দল থেকে সরাসরি চেন্নাই শিবিরে যোগ দেন। বরুণ কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার আগে বাড়িতে ঘুরে আসার সিদ্ধান্ত নেন। চেন্নাই বিমানবন্দর থেকে জাদেজা ও বরুণের বেরিয়ে আসার ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
পরে চেন্নাই সুপার কিংসের তরফে ছবি ও ভিডিয়ো পোস্ট করে জানিয়ে দেওয়া হয় যে, সুপারস্টার অল-রাউন্ডার ঢুকে পড়েছেন তাদের সংসারে। সিএসকের তরফে যে ভিডিয়োয় জাদেজার চেন্নাই দলে যোগ দেওয়ার খবর জানানো হয়, সটা রীতিমতো চমকপ্রদ। আসলে জাদেজা পুষ্পার স্টাইলে গ্র্যান্ড এন্ট্রি নেন চেন্নাই শিবিরে। আল্লু অর্জুনের মতো অঙ্গভঙ্গিও করতে দেখা যায় জাদেজাকে। এমনকি পুষ্পার মতো সংলাপও শোনা যায় জাদেজার মুখে। জাদেজা বলেন, ‘জাড্ডু শুধু নাম নয়, জাড্ডু মানে ব্র্যান্ড।’
ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ফলাফল
রবিবার দুবাইয়ে চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৫১ রান সংগ্রহ করে। ডারিল মিচেল ৬৩ ও মাইকেল ব্রেসওয়েল অপরাজিত ৫৩ রান করেন। ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
পালটা ব্যাট করতে নেমে ভারত ৪৯ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৫৪ রান তুলে ম্যাচ জিতে যায়। রোহিত শর্মা ৭৬ ও শ্রেয়স আইয়ার ৪৮ রান করেন। ২টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল।ম্যাচের সেরা হন রোহিত।