IPL 2024-এর তৃতীয় ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইডার্স হায়দরাবাদের মধ্যে খেলা হচ্ছে। ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচের সকলের নজর ছিল গৌতম গম্ভীরের এই দলের দিকে। শুরুর আগে কেকেআরের হয়ে অভিষেক হয় মিচেল স্টার্ক এবং ফিল সল্টের। কলকাতার ইডেন গার্ডেন্সে এই দুই বিদেশি খেলোয়াড়ের হাতে ক্যাপ তুলে দেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। তবে মিচেল স্টার্ক এবং ফিল সল্টের শুরুটা ভালো হলেও এই দিনটা ভালো গেল না শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আইয়ার ও সুনীল নারিনের।
এদিন ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হলেন শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আইয়ার ও সুনীল নারিন। একটা সময়ে ৩.৫ ওভারে মাত্র ৩২ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। এদিন চার বলে মাত্র ২ রান করে রান আউট হন সুনীল নারিন। এই সময়ে নারিনকে রান আউট করেন শাহবাজ আহমেদ। সেই সময়ে নাইটদের স্কোর ছিল ২ ওভারে ২৩ রান। এরপরে বেশিক্ষণ খেলতে পারেননি বেঙ্কটেশ আইয়ার। টি নটরাজনের বলে মার্কো জানসেনের হাতে ক্যাচ দেন তিনি। বেঙ্কটেশ করেন ৫ বলে ৭ রান। এরপরে মাঠে নামেন শ্রেয়স আইয়ার। শূন্য রানে সাজঘরে ফেরন তিনি। টি নটরাজনের বলে কামিন্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি।
আরও পড়ুন… PBKS vs DC Live score IPL 2024: দিল্লিকে চার উইকেটে হারিয়ে ২ পয়েন্ট পেল পঞ্জাব
শ্রেয়স আইয়ারের ফর্ম চিন্তায় রাখবে কলকাতা নাইট রাইডার্সকে। তবে যদিও সল্ট, রাসেল, রিঙ্কু ও রমনদীপের দৌলতে এই যাত্রায় রক্ষা পেয়ে যায় নাইটদের ব্যাটিং লাইন আপ। এই ম্যাচের কথা বললে, এদিন টস হেরে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০৮ রান করে। দুর্দান্ত ব্যাটিং করেছেন আন্দ্রে রাসেল। ২৫ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। মাত্র ২০ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। রাসেল সপ্তম উইকেটে রিঙ্কু সিংয়ের (১৫ বলে ২৩, তিনটি চার) সঙ্গে ৮১ রানের জোরালো জুটি গড়েন।
কেকেআরের শুরুটা বিশেষ কিছু ছিল না। ৫১ রানে চার উইকেট হারিয়েছে কেকেআর। সুনীল নারিন (২), বেঙ্কটেশ আইয়ার (৭) এবং নীতীশ রানা (৯) দুই অঙ্কে পৌঁছতে পারেননি এবং শ্রেয়স আইয়ারের অ্যাকাউন্ট খুলতে পারেনি। তবে ওপেনার ফিলিপ সল্ট বল ধরেন। তিনি রমনদীপ সিংয়ের সঙ্গে (১৭ বলে ৩৫, এক চার, চারটি ছক্কা) পঞ্চম উইকেটে ৫৪ রান যোগ করেন এবং কলকাতাকে শত ছাড়িয়ে যান। ১২তম ওভারে রমনদীপ এবং ১৪তম ওভারে সল্ট প্যাভিলিয়নে ফেরেন। এরপর দায়িত্ব নেন রাসেল ও রিঙ্কু। ২০তম ওভারে রিঙ্কু তার উইকেট হারান। মিচেল স্টার্ক ৬ রান করে অপরাজিত থাকেন।