ঋষভ পন্তকে স্তস্তির নিঃশ্বাস ফেলতে দিলেন না রিয়ান পরাগ। তাঁর বিধ্বংসী ইনিংসের হাত ধরে লড়াই করার মতো শক্তিশালী জায়গায় পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। ৪৫ বলে ঝোড়ো ৮৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রিয়ান। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ছ'টি ছক্কায়। সেই সঙ্গে তিনি গড়ে ফেলেন একাধিক নজিরও।
বৃহস্পতিবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০২৪ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে নজির গড়ে ফেললেন রিয়ান। চার নম্বর ব্যাটার হিসেবে রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এদিন করেন রিয়ান পরাগ।
এর আগে এই নজির ছিল শেন ওয়াটসনের। তিনি ২০০৮ সালে কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমান পঞ্জাব কিংস) বিরুদ্ধে চারে ব্যাট করতে নেমে ৪৯ বলে অপরাজিত ৭৬ করেছিলেন। সেই নজির এদিন ভেঙে দিলেন রিয়ান।
আরও পড়ুন: ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য
১৯ ওভারে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৬০ রান। শেষ ওভারে এনরিখ নরকিয়াকে পিটিয়ে ৪-৪-৬-৪-৬-১- মোট ২৫ রান নেন রিয়ান। আর ১৬০/৫ থেকে এক লাফে রাজস্থানের স্কোর পৌঁছে যায় ১৮৫/৫-এ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলের ৩০ রানের মধ্যে যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনের উইকেট হারিয়ে যখন চাপে রাজস্থান, তখন চারে ব্যাট করতে নামেন রিয়ান পরাগ। রিয়ান নামার পর পরেই দলের ৩৬ রানের মাথায় আউট হয়ে যান জস বাটলারও। ৩ উইকেট হারিয়ে যখন কোণঠাঁসা রাজস্থান, তখন দলের হাল শক্ত হাতে ধরেন রিয়ান। শুরু থেকেই তিনি আক্রমণাত্মক মেজাজে ছিলেন। ৩৪ বলে তিনি হাফসেঞ্চুরি করেন। বাকি ১১ বলে রিয়ান করেন ৩৪ রান। তাঁর সৌজন্যেই দিল্লির বিরুদ্ধে বড় অক্সিজেন পেয়ে যায় রাজস্থান।
আরও পড়ুন: IPL 2024-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট
রিয়ানের ইনিংস দেখে অভিভূত সূর্যকুমার যাদবও। তিনি তাঁর এক্স হ্যান্ডলে রিয়ানের উচ্ছ্বসিত প্রশংসা করে লিখেছেন, ‘একজন প্লেয়ারের সঙ্গে কয়েক সপ্তাহ আগে এনসিএ-তে দেখা হয়েছিল। ওর অল্প নিগল ছিল। ও পুরোপুরি নিজেকে সুস্থ করার উপর ফোকাস করেছিল। এবং ভীষণই শৃঙ্খলার সঙ্গে নিজের স্কিল বাড়ানোর উপর কাজ করেছে। এবং এটা বলা ভুল হবে না যে, ও এখন পুরো পরিবর্তিত একজন প্লেয়ার। রিয়ান পরাগ ২.০ 🔥’।
রিয়ান এদিন আরও একটি নজির গড়েছেন। তিনি সর্বকনিষ্ঠ ভারতীয় প্লেয়ার হিসেবে ১০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়েছেন। ২২ বছর ১৩৯ দিন বয়সে তিনি এই নজির স্পর্শ করেছেন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন তাঁর দলেরই অধিনায়ক সঞ্জু স্যামসন। সঞ্জু ২২ বছর ১৫৭ দিন বয়সে ১০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।
বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে রাজস্থানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ১৯ বলে ২৯ করেছেন। এছাড়া ১২ বলে ২০ করেছেন ধ্রুব জুরেল। শিমরন হেতমায়ের ৭ বলে ১৪ করে অপরাজিত থাকেন। তবে এদিন ফের নিরাশ করেছেন যশস্বী জয়সওয়াল। তিনি ওপেন করতে নেমে ৭ বলে ৫ করে আউট হয়ে যান। খেলতে পারেননি সঞ্জু (১৪ বলে ১৫ রান) এবং বাটলারও (১৬ বলে ১১ রান)। তবে সব খামতি দায়িত্ব নিয়ে পূরণ করে দিয়েছেন রিয়ান পরাগ।