টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরেই ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের জমানা শেষ হয়েছে। ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করিয়ে বিদায় নিয়েছেন দ্রাবিড়। জুলাইয়ের প্রথম সপ্তাহেই ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে উড়ে যাচ্ছে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে। সেই সিরিজে ভারতের কোনও স্থায়ী কোচ থাকছে না।
জিম্বাবোয়ে সফরে ভারতের হেড কোচের ভূমিকায় দেখা যাবে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণকে। ভারতের নতুন কোচ দায়িত্ব নেবেন পরবর্তী শ্রীলঙ্কা সফর থেকে। সোমবার এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। জুলাইয়েই ২টি সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া।
জয় শাহ যদিও এখনই খোলসা করেননি রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া চেয়ারে বসতে চলেছেন কে। তবে গৌতম গম্ভীরই যে ভারতের পরবর্তী হেড কোচ হওয়ার জোরালো দাবিদার, সেটা বোঝা যাচ্ছে স্পষ্ট। বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি ইতিমধ্যেই নতুন কোচের জন্য ইন্টারভিউ নিয়েছে গম্ভীর ও ডব্লিউভি রামনের।
টি-২০ বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টিম ইন্ডিয়ার তিন সিনিয়র তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। যদিও বিশ্বকাপ শেষ হওয়ার আগেই জিম্বাবোয়ে সফরের দল ঘোষণা করে দেয় বিসিসিআই। শুভমন গিলের নেতৃত্বে তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া হয় ১৫ জনের স্কোয়াড।
গিল যে ভারতের অস্থায়ী টি-২০ ক্যাপ্টেন, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না। কেননা রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে ইতিমধ্যেই নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। ঋষভ পন্ত, লোকেশ রাহুলরাও সীমিত ওভারের ক্রিকেটে ভারতের ক্যাপ্টেন্সি করেছেন। জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরাহও।
জিম্বাবোয়ে সফরে হার্দিক, সূর্যকুমার, পন্ত, বুমরাহ, লোকেশ কেউই যাচ্ছেন না। স্বাভাবিকভাবেই নতুন ক্যাপ্টেন বেছে নিতে হয় জাতীয় নির্বাচকদের। যদিও রোহিত শর্মা অবসর নেওয়ায় এবার টি-২০ ফর্ম্যাটে কাউকে না কাউকে স্থায়ী ক্যাপ্টেন হিসেবে বেছে নিতেই হবে বিসিসিআইকে।
নতুন কোচ নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জয় শাহর
সোমবার জয় শাহ ভারতীয় ক্রিকেটের আসন্ন বেশ কিছু পরিবর্তন প্রসঙ্গে বলেন, ‘তাড়াতাড়িই কোচ ও নির্বাচকের নাম জানিয়ে দেওয়া হবে। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি ২ জনের নাম বেছে রেখেছে। মুম্বইয়ে পৌঁছনের পরে কমিটির পরামর্শ মতোই আমি পদক্ষেপ নেব। ভিভিএস লক্ষ্মণ কোচ হিসেবে জিম্বাবোয়ে সফরে যাচ্ছেন। তবে নতুন কোচ যোগ দেবেন শ্রীলঙ্কা সিরিজ থেকে।’