শুভব্রত মুখার্জি: দীর্ঘ দিন বাদে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-২০ সিরিজ হারতে হয়েছে ভারতকে। সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে ভারত ২-০ ফলে পিছিয়ে পড়েছিল। সেখান থেকে তারা ২-২ করেও শেষ রক্ষা করতে পারেনি। আমেরিকার ফ্লোরিডার লডারহিলে শেষ ম্যাচে ভারতকে অনায়াসে হারিয়ে সিরিজ জিতেছে ক্যারিবায়ান দল। সিরিজে ভারতের হয়ে বেশ ভালো পারফরম্যান্স করেছেন সূর্যকুমার যাদব। দলে থাকলেও ব্যাট হাতে সেই ভাবে ভালো পারফরম্যান্স করে উঠতে পারেননি সঞ্জু স্যামসন। ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ব্যাটারকে কী করে পরিকল্পনা করে শেষ ম্যাচে ফাঁদে ফেলা হয়েছিল, তা বিস্তারিত ভাবে জানালেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড।
আরও পড়ুন: চোটের জেরেই ক্রিকেট থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন, অবসর নিলেন তারকা ব্রিটিশ পেসার
শেষ ম্যাচে ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছিলেন সঞ্জু স্যামসন। আর অন্যদিকে সূর্যর দুরন্ত ইনিংসে ভর করেই লড়াকু রান করেছিল ভারতীয় দল। ৪৫ বলে ৬১ রান করেছিলেন সূর্য। তাঁর ইনিংসে ভর করেই ভারত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল বোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে দুই ওভার বাকি থাকতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ান দল। ভারতের বিরুদ্ধে সিরিজ জয় প্রসঙ্গে বলার সময়েই ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড পরিকল্পনা কষে সঞ্জু-সূর্যর উইকেট তুলে নেওয়ার বিষয়টি জানান।
আরও পড়ুন: পুরোদমে নিজেদের ছন্দে ব্যাট করছেন রাহুল, শ্রেয়স- পন্ত ভিডিয়ো শেয়ার করতেই এশিয়া কাপে দুই তারকার দলে ফেরা নিয়ে গুঞ্জন শুরু