৯ জুন (রবিবার) ২০২৪ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে। তবে এই ম্যাচের দিন বৃষ্টির বড় আশঙ্কা রয়েছে। ম্যাচটি কি তবে ভেস্তে যেতে পারে?
বৃষ্টির সম্ভাবনা কতটা?
রবিবার ভারতীয় সময়ে সন্ধ্যে ৮টায় নিউইয়র্কের কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময়ে ম্যাচটি হবে সকাল সাড়ে দশটায়। অ্যাকুওয়েদারের দাবি অনুযায়ী, রবিবার গোটা দিনই নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময়ে সকালে ১১টা নাগাদ ৫১ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে। বিকেল ৪টে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪৫-৫০ শতাংশ রয়েছে। এর পরে বৃষ্টির পরিমাণ কমে ৩০ শতাংশে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: গোল্ডেন ডাক করে আউট, তার উপর আবার সমর্থকের উপর চড়াও, বিতর্কে ১২৫ কেজির আজম খান- ভিডিয়ো
এই ম্যাচের জন্য একটি অতিরিক্ত দিন রাখা হয়নি। তবে প্রয়োজনে সম্ভাব্য অতিরিক্ত সময় দেওয়া হতে পারে। তবে এটাও অসম্ভব যে, খেলোয়াড় এবং আম্পায়াররা বৃষ্টি কমার জন্য সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করবেন না। সেক্ষেত্রে পূর্বাভাস যদি সঠিক হয়, তবে ম্যাচটি ভেস্তে যাওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ওপেন করতে নেমেই ব্যর্থ কোহলি, আউট হলেন ১ রানে, T20 World Cup-এ নিজের সর্বনিম্ন স্কোর বিরাটের
ম্যাচ ভেস্তে গেলে চাপে পড়বে পাকিস্তান
এই ম্যাচটি যদি কোনও ভাবে বৃষ্টিতে ভেসে যায়, তবে পাকিস্তান কিন্তু চাপে পড়বে। পাক ব্রিগেডের এই ম্যাচ এখন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি আমেরিকার কাছে অপ্রত্যাশিত ভাবে বাবর আজমরা হেরে যাওয়ার পর, পাকিস্তানের সুপার আট পর্বে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে, এই ম্যাচ জিততে হবে।
কারণ কানাডা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও, পাকিস্তান সর্বোচ্চ পাঁচ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। এদিকে ভারত যদি কানাডা এবং আমেরিকার বিরুদ্ধে আসন্ন ম্যাচগুলি জিতে যায়, তবে তারা পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করবে। আর তাই গ্রুপ থেকে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য শুধুমাত্র একটি জায়গা বাকি থাকবে। আমেরিকার বর্তমানে চার পয়েন্ট রয়েছে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তাদের ছয় পয়েন্টে উন্নীত করবে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে সুপার আটের জন্য আমেরিকা তাদের জায়গা নিশ্চিত করবে।
ভারত-পাক ম্যাচে বাড়তি টিকিট
ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি টিকিট বিক্রি করছে আইসিসি। মহারণকে কেন্দ্র করে টিকিটের চাহিদা বাড়ায় এমন পদক্ষেপ নিয়েছে ক্রিকেটার সর্বাধিক নিয়ামক সংস্থা। শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচ নয়, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচের বাড়তি টিকিট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।