রাজকোটে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচের আগে পিচের প্রকৃতি নিয়ে তীব্র আলোচনা চলছে। প্রথম দু'টি টেস্ট ম্যাচের ক্ষেত্রে পিচগুলি কিছুটা হলেও স্পিনারদের সহায়তা করেছিল। কিন্তু বিশেষজ্ঞ এবং ভক্তরা একমত যে, সেই দু'টি পিচ র্যাঙ্ক টার্নার ছিল না।
বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার মনে করেছিলেন যে, সিরিজে ভারতীয় দল স্পিন-বান্ধব পিচই বেছে নেবে। কিন্তু আগের দুই পিচে ব্যালেন্স করা হয়েছিল। র্যাঙ্ক টার্নার এবং ডাস্ট-বোল-এর প্রাক-সিরিজ ভবিষ্যদ্বাণীর বিপরীতে, দলগুলিকে ‘স্পোর্টিং পিচ’-এর মাধ্যমেই স্বাগত জানানো হয়েছিল।
আরও পড়ুন: জাদেজা কি রাজকোটে খেলতে পারবেন? নিজেই খোলসা করলেন ভারতের তারকা অলরাউন্ডার
এখন সকলের চোখ সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচের দিকে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন সোশ্যাল মিডিয়ায়, পিচের একটি ঝলক শেয়ার করেছেন। যে পিচে তৃতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার থেকে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টের প্রস্তুতি পুরোদমে চলছে। পাঁচ টেস্টের সিরিজের প্রথম দু'টি ম্যাচ বেশ বিনোদনমূলক ছিল। হায়দরাবাদে প্রথম টেস্টে ইংল্যান্ড জিতেছিল। এবং ভাইজ্যাগে ভারত দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায়।
তৃতীয় টেস্টের জন্য রাজকোটে কেমন পিচ থাকবে? তৃতীয় টেস্ট শুরুর দু'দিন আগে দূর থেকে বেশ সবুজ দেখাচ্ছিল পিচ। যাইহোক, বুধবার, ম্যাচের আগের দিন সেই ঘাস কোথাও দেখা যায়নি। যেটুকু ইঙ্গিত পাওয়া গিয়েছে, রাজকোটে একটি ফ্ল্যাট উইকেট হতে চলেছে।
পিচ নিয়ে আলোচনা করতে গিয়ে জিও সিনেমায় জাহির খান বলেছেন, ‘আমি আশা করি, হায়দরাবাদ এবং ভাইজ্যাগের পিচটি একই রকম হবে। এই ধরনের পিচে, প্রথম দুই দিন ব্যাট এবং বলের মধ্যে একটি ভালো প্রতিযোগিতা দেখতে পাওয়ার আশা করছি। এবং তৃতীয় দিনে স্পিনাররা কিছুটা সুবিধে পাবে। চতুর্থ এবং পঞ্চম দিনে স্পিনারদেরই আধিপত্য থাকবে।’
জাহির আরও বলেছেন, ‘যদি এটি প্যাটার্ন হয়, এটি সমস্ত দর্শকদের জন্য একটি সুন্দর খেলা দেখার অভিজ্ঞতা তৈরি করবে এবং ভক্তরা ম্যাচটি উপভোগ করবে। ইংল্যান্ড এই ধরণের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকবে।’
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দু'টি টেস্ট ম্য়াচ খেলেছে ভারতীয় দল এই মাঠে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথম টেস্টটি ড্র হয়েছিল। এর পর ২০১৮ সালে দ্বিতীয় টেস্টটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। রাজকোটে ফের ভারতের জয়ের অপেক্ষায় গোটা দেশ। টিম ইন্ডিয়ার সমর্থকেরা চান, রাজকোটে ২-১ লিড নিক রোহিত শর্মা ব্রিগেড।