চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের একটিই মাঠে সব ম্যাচ খেলা নিয়ে চর্চা চলছে বিস্তর। বহু বিদেশি বিশেষজ্ঞই এই নিয়ে গুঞ্জন তোলেন। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাডভান্টেজ পাচ্ছে বলে দাবি করেন অনেকেই। এবার প্রকারান্তকে সেই সুরেই গলা মেলালেন রিকি পন্টিং।
ভারত-অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ফেভারিট বাছতে বসে রোহিত শর্মাদেরই এগিয়ে রাখলেন পান্টার। তবে ভারতকে ফেভারিট বাছার কারণ দর্শাতে গিয়ে পন্টিং যে বিষয়গুলির দিতে ইঙ্গিত করেন, তাতে স্পষ্ট বোঝা যায় যে, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাডভান্টেজ পাচ্ছে বলে মনে করেন রিকি নিজেও।
ভারতকে ফেভারিট বাছলেন পন্টিং
আইসিসি রিভিউয়ে এই প্রসঙ্গে পন্টিং বলেন, ‘ভারত নিশ্চিতভাবেই ফেভারিট হিসেবে ম্যাচ শুরু করবে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে যে ধরণের ক্রিকেট খেলেছে ভারত, তাতে এই বিষয়ে কোনও সংশয় থাকতে পারে বলে আমি মনে করি না। তাছাড়া এটাও ঠিক যে, ভারত সেই মাঠেই খেলবে, যেখানে ওরা আগের ম্যাচগুলো খেলেছে। ওদের কোথাও ঘুরে বেড়াতে হয়নি। ওই ধরণের পিচেই ওরা সারাক্ষণ প্র্যাক্টিস করেছে। অস্ট্রেলিয়াকে তড়িঘড়ি দুবাইয়ে গিয়ে প্রস্তুতি নিতে হয়েছে।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়া চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে একটিমাত্র ম্যাচ জিতেছে। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ২টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। যদিও আফগানিস্তান ম্যাচে কিছুটা হলেও প্র্যাক্টিস সেরে নিতে পেরেছেন স্টিভ স্মিথরা।
২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের ফলাফল এই ম্যাচে কোনও প্রভাব ফেলবে না বলেই মত পন্টিংয়ের। কেননা তার পরে ভারতের কোচ ও সাপোর্ট স্টাফের দলে বড় পরিবর্তন এসেছে। তাই ভারতীয় দলের মানসিকতাও বদলেছে বলে মনে করেন পান্টার।
‘প্রভাব ফেলবে না ২০২৩ বিশ্বকাপ ফাইনালের ফল’
এই প্রসঙ্গে পন্টিং বলেন, ‘ওই ধরণের বড় ম্যাচ বা বড় মুহূর্ত সেদিন সেই সাজঘরে ফেলে আসাই শ্রেয়। যত তাড়াতাড়ি সম্ভব সেই ম্যাচের স্মৃতি পিছনে ফেলে আসতে হবে। ভারতের এই দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। তাছাড়া ওরা এখন অন্য কোচের অধীনে মাঠে নামছে। সুতরাং, হয় ওরা সেই ম্যাচের কথা মনেই করবে না, অথবা সেই হার থেকে অনুপ্রেরণা খুঁজবে।’
উল্লেখ্য, ভারত শেষবার কোনও আইসিসি ইভেন্টের নক-আউটে অস্ট্রলিয়াকে পরাজিত করে ১৪ বছর আগে। ২০১১ ওয়ান ডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অজিদের বিরুদ্ধে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। তার পরে ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় টিম ইন্ডিয়া।