Captain Rohit Sharma Make History: আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে দুর্দান্ত সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম সেঞ্চুরি করলেন তিনি। প্রথম ব্যাটসম্যান হিসেবে টি টোয়েন্টিতে পাঁচটি সেঞ্চুরি করেন তিনি। তিনি পিছনে ফেলে দিয়েছেন সূর্যকুমার যাদব ও গ্লেন ম্যাক্সওয়েলকে। সূর্যকুমার ও ম্যাক্সওয়েলের T20I তে চারটি করে সেঞ্চুরি রয়েছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৬৯ বলে ১২১ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। এ সময় হিটম্যান মারেন ১১টি চার ও আটটি ছক্কা।
এরপরে ব্যাট হাতে সুপার ওভারেও দারুণ ব্যাটিং করেন রোহিত শর্মা। বলা যেতে পারে রোহিত শর্মার জন্য সুপার ওভারে আফগানিস্তানের রানের বিরুদ্ধে লড়াই করে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ। এদিনের ইনিংসের ফলে এই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন রোহিত শর্মা। হিটম্যান বর্তমানে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে মাত্র ৫৫টি ম্যাচ খেলেছিলেন এবং ৬টি ম্যাচে তিনি সেরার পুরস্কার জিতেছেন। ভারতীয় অধিনায়ক হিসাবে ইতিহাসে সবচেয়ে বেশিবার এই পুরস্কার জিতলেন রোহিত শর্মা।
এদিন নিজের ইনিংসে বিরাট কোহলির বড় রেকর্ড ভেঙেছেন রোহিত শর্মা। অধিনায়ক হিসাবে, হিটম্যান টি-টোয়েন্টিতে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন। এদিনের ম্যাচের আগে পর্যন্ত রোহিত শর্মা ৫৪টি ম্যাচে দলের অধিনায়কত্ব করেছেন। অধিনায়ক হিসেবে তার অ্যাকাউন্টে ছিল ১৬৪৮ রান। কোহলি এ ব্যাপারে সকলের উপরে ছিলেন। এবার প্রথম স্থান অধিকার করলেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে ভারতের হয়ে ৫০ ম্যাচে ১৫৭০ রান করেছেন কোহলি। এই সময়ের মধ্যে তাঁর গড় হয়েছে ৪৭.৫৭। তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ৭২ ম্যাচে ৩৭.০৬ গড়ে ১১১২ রান করেছেন।
এদিন জুটি বেঁধে রোহিত ও রিঙ্কু গড়েছেন বড় রেকর্ড। রিঙ্কু সিংয়ের সঙ্গে রোহিত শর্মা অপরাজিত ১৯০ রানের জুটি গড়েন। টিম ইন্ডিয়ার হয়ে টি-টোয়েন্টিতে যে কোনও উইকেটে এটাই সবচেয়ে বড় জুটি। একই সঙ্গে তারা ভেঙেছে সঞ্জু স্যামসন ও দীপক হুডার রেকর্ড। স্যামসন এবং হুডা ২০২২ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৭৬ রান যোগ করেছিলেন।
আমেরিকার রেকর্ড ভেঙেছে ভারত। ২২ রানে চার উইকেট হারানোর পর ভারতীয় দল চার উইকেটে ২১২ রান করেছে। ২৫ রান বা তার চেয়ে কম রানে চার উইকেট হারিয়ে সবচেয়ে বেশি রান করার দলে পরিণত হয়েছে টিম ইন্ডিয়া। এই বিষয়ে আমেরিকার রেকর্ড ভেঙে দিল টিম ইন্ডিয়া। ফ্লোরিডায় ২০২১ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৬ রানে চার উইকেট হারিয়েছিল আমেরিকা, সেখান থেকে তারা ছয় উইকেটে ১৮৮ রান তুলেছিল। ভারত এই ম্যাচে ২২ রানে চার উইকেট হারানোর পরে নির্ধারিত ২০ ওভারে তুলল ২১২/৪ রান।