আইপিএলের আগে ৪ ম্যাচে মাঠে নেমে ৩টি সেঞ্চুরি। টি-২০ ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন শেন ওয়াটসন। মাস্টার্স লিগে চমকে দেওয়া পারফর্ম্যান্স উপহার দিয়ে অজি কিংবদন্তি বুঝিয়ে দিলেন, প্রথমসারির ক্রিকেটে ফেরার মতো পরিস্থিতিতে রয়েছেন তিনি। মাস্টার্স লিগে ওয়াটসনের পারফর্ম্যান্স নিঃসন্দেহে লজ্জা দেবে বর্তমান প্রজন্মের তরুণ তুর্কিদের।
শুক্রবার ভদোদরার বিসিএ স্টেডিয়ামে মাস্টার্স লিগের ১১তম ম্যাচে সম্মুখসমরে নামে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২৬০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে ধ্বংসাত্মক শতরান করেন ওয়াটসন।
চার ম্যাচে ৩টি সেঞ্চুরি ওয়াটসনের
ক্যাপ্টেন ওয়াটসন ৬১ বলে ১২২ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন। এমন ধুমধাড়াক্কা ইনিংসে তিনি ৯টি চার ও ৯টি ছক্কা মারেন। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওয়াটসন ৯টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৫২ বলে ১০৭ রান করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিনি ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৬ রান করেন। ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ১২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫২ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন অজি তারকা। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফের তিন অঙ্কের ইনিংস খেলেন তিনি।
সুতরাং, টুর্নামেন্টের চার ম্যাচে মাঠে নেমে এই নিয়ে তিনটি সেঞ্চুরি করলেন ওয়াটসন। তিনি সংগ্রহ করেছেন সাকুল্যে ৩৫৫ রান। চার ম্যাচে মেরেছেন মোট ২৫টি ছক্কা। কোনও টি-২০ টুর্নামেন্টে এমন পারফর্ম্যান্স চমকে দেওয়ার মতো সন্দেহ নেই।
এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্য়াচে ৪৩ বলে ৮৫ রান করেন কালাম ফার্গুসন। তিনি ১১টি চার ও ৪টি ছক্কা মারেন। ১৬ বলে ৩৪ রান করে নট-আউট থাকেন বেন ডাঙ্ক। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র উইকেটটি দখল করেন অ্যালভারো পিটারসেন।
বিরাট জয় অস্ট্রেলিয়া মাস্টার্সের
পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৭ ওভারে মাত্র ১২৩ রানে অল-আউট হয়ে যায়। ১৩৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের হয়ে সব থেকে বেশি ৩০ রান করেন হাশিম আমলা। পিটারসেন করেন ২৮ রান। রিচার্ড লেভি ২২ ও জন্টি রোডস ১৬ রানের যোগদান রাখেন।
অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট নেন বেন লাফলিন। ২টি উইকেট নেন জেভিয়ার ডোহার্টি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা হন শেন ওয়াটসন।