ICC Champions Trophy 2025 7 Biggest Records: এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতগুলো রেকর্ড ভেঙে গেল, কতগুলো নতুন ইতিহাস লেখা হল। রেকর্ড ভাঙা গড়ার খেলায় এগিয়ে কারা, কাদের ব্যাটে ও বলে নতুন নতুন কীর্তি অর্জন হল। টুর্নামেন্টের সের বোলার ও ব্য়াটার কারা, তাদের পারফরমেন্স কী? চলুন একবার চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে হওয়া সব রেকর্ডের দিকে চোখ রাখা যাক।
ভারতের শিরোপা জয় ও অন্যান্য দলগত রেকর্ড:
১) চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর মাধ্যমে তারা পিছনে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে। তারা এর আগে ভারতের সঙ্গে এক তালিকায় ছিলেন, কারণ এই দুই দলই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পর্যন্ত দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছিল।
২) চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়েছে এবার। মোট ১৪০টি ছক্কা মারা হয়েছে এবারে। এর আগে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ১১৩টি ছক্কা মারা হয়েছিল।
৩) এক আসরে সর্বোচ্চ শতকের রেকর্ডও এবার হয়েছে। মোট ১৪টি সেঞ্চুরি দেখা গিয়েছে এবারে। যা ২০০২ ও ২০১৭ সালের রেকর্ড ১০টি শতককে টপকে গিয়েছে।
৪) চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ দুটি ইনিংসই হয়েছে এবারের আসরে।
a) ইংল্যান্ডের বেন ডাকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬৫ রান করেছিলেন। এটি ২০০৪ সালে নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলের করা ১৪৫ রানের রেকর্ড ভেঙে দিয়েছিল।
b) এর চার দিন পরই ডাকেটের রেকর্ড ভেঙে দেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৭ রানের ইনিংস খেলেন।
আরও পড়ুন … এরপরের লক্ষ্য ভারতের মাটিতে ICC T20 World Cup জয়… নিজের পরবর্তী টার্গেটের কথা জানালেন হার্দিক
৫) চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের দুটি ম্যাচই হয়েছে এবারের আসরে। দুটি ম্য়াচই হয়েছিল পাকিস্তানের মাটিতে।
a) অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে সর্বোচ্চ ৭০৭ রান হয়েছিল।
b) দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে ৬৭৪ রান সংগ্রহ করেছিল।
৬) এবারের আসরে বোলাররা চারবার পাঁচ উইকেট শিকার করেছেন, যা পূর্বের সর্বোচ্চ রেকর্ড (২০০৪ সালে তিনবার) ভেঙেছে।
৭) ওয়ানডেতে টানা টস হারার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক ১২ ম্যাচে টানা টস হেরে ভেঙেছেন ব্রায়ান লারার রেকর্ড।
আরও পড়ুন … CT 2025: সে একবারও ম্যান অফ দ্য ম্যাচ হয়নি তবু… টিম ইন্ডিয়ার দুর্ভাগা নায়কের প্রশংসায় মহম্মদ কাইফ
৮) শীর্ষে থাকা পাঁচ ব্যাটার:
a) রাচিন রবীন্দ্র ৪টি ম্যাচে দুটি শতরান সহ ৬৫.৭৫ গড়ে করেছেন ২৬৩ রান।
b) শ্রেয়স আইয়ার ৫টি ম্যাচে দুটি অর্ধশতরান সহ ৪৮.৬০ গড়ে করেছেন ২৪৩ রান।
c) বেন ডাকেট ৩টি ম্যাচে একটি শতরান সহ ৭৫.৬৬ গড়ে করেছেন ২২৭ রান
d) জো রুট ৩টি ম্যাচে একটি শতরান ও একটি অর্ধশতরান সহ ৭৫.০০ গড়ে করেছেন ২২৫ রান।
e) বিরাট কোহলি ৫টি ম্যাচে একটি শতরান ও একটি অর্ধশতরান সহ ৫৪.৫০ গড়ে করেছেন ২১৮ রান।
আরও পড়ুন … আমি আমার দলের জন্য গর্বিত… ভারতের CT 2025 জয়ের পরে প্রথমবার মুখ খুললেন কপিল দেব
৯) চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে শীর্ষ থাকা পাঁচ বোলার:
a) ম্যাট হেনরি ৩১.২ ওভারে শিকার করেছেন ১০ উইকেট। একবার পাঁচ উইকেট নিয়েছিলেন। তাঁর সেরা বোলিং পারফরমেন্স ৫/৪২।