২০২৪ আইপিএল জন্ম দিয়েছে একাধিক তারকার। অভিষেক শর্মার মতো তরুণ ক্রিকেটাররা ওপেনিংয়ে নজর কেড়েছেন সদস্য সমাপ্ত আইপিএলে। যুব ক্রিকেটারদের কাছে নিজেদের মেলে ধরার সেরা সুযোগ আইপিএলেই। দেশের ও বিদেশের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে নিজেদের চিনিয়েছেন অভিষেক পোড়েল, হর্ষিত রানা, শশাঙ্ক সিংরা। আইপিএলের আগে অনেককেই তেমন ধর্তব্যের মধ্যে রাখত না এই নামগুলোকে। কিন্তু আনকোরা হর্ষিত যেমন হয়ে উঠেছিলেন নাইটদের ভরসা, তেমন অভিষেক শর্মা নির্ভরতা দেন সানরাইজার্সকে। যদিও এবারের আইপিএলে এমন বেশ কয়েকজন যুব ক্রিকেটারই রয়েছেন, যারা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেই তালিকায় রয়েছে পৃথ্বী শ, ধ্রুব জুড়েল, জিতেশ শর্মা, মায়াঙ্ক মারকাণ্ডের মতো নামও, যাদের অনেক আশা করেই দলে নিয়েছিল তাঁদের ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন-আদালতে টিকল না মারাদোনার পরিবারের যুক্তি... আগামী সপ্তাহেই নিলামে বিশ্বকাপের গোল্ডেন বল
এবারের আইপিএলে ফর্মের ধারে কাছে না থাকা তরুণ ব্যাটার-
দিল্লির পৃথ্বী শ এবারের আইপিএলে ৮ ম্যাচে করেছেন ১৯৮ রান
রাজস্থানের ধ্রুব জুরেল এবারের আইপিএলে করেছেন ১৫ ম্যাচে ১৯৫ রান
পঞ্জাবের জিতেশ শর্মা ১৪ ম্যাচে করেন ১৮৭ রান
হায়দরবাদের আবদুল সামাদ করেন ১৮২ রান
নাইট রাইডার্সের রিঙ্কু সিং করেন মাত্র ১৬৮ রান
লখনউয়ের দীপক হুডা করেন মাত্র ১৪৫ রান গোটা আইপিএলে
৭ ম্যাচে নমন ধীর মুম্বইয়ের হয়ে করেন ১৪০ রান
গুজরাটের শাহরুখ খান ৭ ম্যাচে করেন ১২৭ রান
আরও পড়ুন-T20 World Cup-সব ঠিক ঠাক চললে টি২০ বিশ্বকাপের Super Eight-এ ভারত খেলবে কাদের সঙ্গে?
বোলারদের মধ্যে তেমন নজর কাড়তে ব্যর্থ হন-
লখনউয়ের যশ ঠাকুর, ১০ ম্যাচে নেন ১১ উইকেট, ইকোনমি ১১.৩২
এলএসজির রবি বিষ্ণোই ১৪ ম্যাচে নেন মাত্র ১০ উইকেট
পঞ্জাবের রাহুল চাহার নেন ৯ ম্যাচে ১০ উইকেট
সানরাইজার্সের মায়াঙ্ক মারকাণ্ডে নেন ৭ ম্যাচে ৮ উইকেট
পঞ্জাবের হরপ্রীত ব্রার নেন ১৩ ম্যাচে ৭ উইকেট
মুম্বইয়ের আকাশ মাধোয়াল নেন ৫ ম্যাচে ৫ উইকেট, ইকোনমি ছিল ১১.২৮
সানরাইজার্সের শাহবাজ আহমেদ কোয়ালিফায়ারে ভালো খেললেও গোটা প্রতিযোগিতায় বল হাতে ১৬ ম্যাচে নেন ৭ উইকেট
আরও পড়ুন-T20 World Cup- বিশ্বকাপের আগে হঠাৎই মার্কিনদের ক্রিকেট শেখালেন সিরাজ-দুবেরা, ভাইরাল ভিডিয়ো
রমনদীপ সিং কলকাতার হয়ে সেভাবে সুযোগ না পেলেও চেষ্টা করেছেন। নীতিশ রেড্ডি ব্য়াট হাতে নজর কাড়লেও বল হাতে সেভাবেও তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। ১৩ ম্যাচে নিয়েছেন মাত্র ৩ উইকেট, ইকোনমি ১১-র ওপরে। ফলে যুব ক্রিকেটারদের আইপিএলের চাকচিক্যের মধ্যেও নিজেদের ফোকাস ধরে রাখতে হবে। পাশাপাশি দলগুলিকেও সুযোগ দিতে হবে। কারণ আকাশ দীপের মতো বোলারকে আরসিবি এক ম্যাচের পর আর খেলায়নি, সেখানে অনেক দলই তাঁদের বোলারদের খারাপ পারফরমেন্সে তাঁদের পাশে দাঁড়িয়েছে।