২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা রীতিমতো যন্ত্রণার হয়েছে পাকিস্তানের। বুধবার ঘরের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একেই হারের ধাক্কা, তার উপর আবার চোটের জন্য ফখর জামান ছিটকে গিয়েছেন। গোদের উপর বিষফোঁড়া, বড় শাস্তির মুখেও পড়তে হয়েছে মহম্মদ রিজওয়ান-বাবর আজমদের। বৃহস্পতিবার করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিউয়িদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন স্লো ওভার-রেট বজায় রাখার জন্য পাক ব্রিগেডকে শাস্তি পেতে হয়েছে। নিঃসন্দেহে এটাও বড় ধাক্কা তাদের কাছে।
আরও পড়ুন: ৮ বছর পর গুজরাটকে Ranji Trophy-র ফাইনাল খেলার স্বপ্ন দেখাচ্ছেন জয়মিত, প্রথম ইনিংসে লিড পেতে চাই ২৯
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২১ রান তাড়া করতে নেমে লজ্জাজনক ভাবে হেরে বসে পাকিস্তান। আর এই ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। তার জন্য তাদের জরিমানা করা হয়েছে। মাঠের আম্পায়ার রিচার্ড কেটলবরো এবং শারফুদ্দৌলা, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এই অভিযোগে সহমত ছিলেন। এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তানকে জরিমানা করেন।
আরও পড়ুন: ফের ODI ম্যাচে টসে হারল ভারত, টানা ১১ বার, অবাঞ্ছিত রেকর্ড স্পর্শ, শেষ কবে টস জিতেছিলেন রোহিতরা?
আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ধারা ২.২২ অনুযায়ী, স্লো-ওভার রেটের ক্ষেত্রে, খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য তাঁদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হবে। পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ান অপরাধ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি। নিয়ম অনুযায়ী, পাকিস্তানের ম্যাচ ফির পাঁচ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
পরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান
রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারলেই টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নেবে মেন ইন গ্রিন। তাই এই ম্যাচ পাক ব্রিগেডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে পাকিস্তানকে বাকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ফখর জামানকে ছাড়াই খেলতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথম ওভারে ফিল্ডিং করার সময়েই চোটের কারণে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল। পরে ফিল্ডিং করার পাশাপাশি ফখর ব্যাটিংও করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ছিটকেই গেলেন। বৃহস্পতিবার ফখরের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর পর আইসিসি ইভেন্ট টেকনিক্যাল কমিটি, যার মধ্যে ওয়াসিম খান, উসমান ওয়াহলা, সারা এডগার এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার শন পোলক রয়েছেন, ফখরের বদলি হিসাবে ওপেনার ইমাম-উল-হককে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়।