শুভব্রত মুখার্জি: বিগ ব্যাশ লিগে ফিরে এল আতঙ্ক। ফিরল ফিল হিউজের দুঃস্বপ্ন। ঘটনা ঘটল ম্যাচ চলাকালীন নয়। ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে অনুশীলনের সময়েই ঘটল এই ঘটনা। ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিগ ব্যাশ লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন স্টার্স। তাদের দলীয় অনুশীলনের সময়েই রীতিমতো বড় চোটের কবলে পড়েন স্যাম হার্পার। চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। তবে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার অনুশীলন চলছিল মেলবোর্ন স্টার্সের। সেই সময়েই এই খারাপ ঘটনাটি ঘটেছে। ২৭ বছর বয়সী কিপার ব্যাটারকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন তাঁর রীতিমতো জ্ঞান ছিল। হাসপাতালে ভর্তির সময়ে তাঁর অবস্থা ছিল স্থিতিশীল। অ্যাম্বুলেন্সে করেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্টার্সের তরফে জানানো হয়েছে, সময়ে সময়ে ক্রিকেটারের বিষয়ে তারা যে মেডিক্যাল আপডেট পাবেন, তা শেয়ার করা হবে সমর্থকদের সঙ্গে।
আরও পড়ুন: লজ্জায় ডুবলেন বাবররা, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ওয়ার্নারের বিদায়ী সিরিজকে রত্নখচিত করে তুলল অজিরা
ফ্র্যাঞ্চাইজির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘অনুশীলনের সময়ে যখন হার্পার ব্যাট করছিলেন, তখন তাঁর মাথাতে চোট লাগে। তাঁকে স্থিতিশীল অবস্থাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, যাতে এই কঠিন সময়ে তাঁর এবং তাঁর পরিবারের গোপনীয়তা রক্ষা পায়। আমাদের কাছে কোনও ধরনের কোন আপডেট এলেই আমরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব।’
আরও পড়ুন: বিদেশি ক্রিকেটাররা ভারতে এলে যেন আর অভিযোগ না করেন- পিচ নিয়ে কড়া দাওয়াই ইরফানের
একটি রিপোর্ট অনুযায়ী অনুশীলনের সময়ে হার্পার একটি ক্রস ব্যাট শট খেলার চেষ্টা করেন। সেই সময়ে তাঁর চোট লেগেছে। সেই রিপোর্ট অনুযায়ী, চোট তাঁর মাথাতে নয়, লেগেছে তাঁর থুতনিতে। হেলমেটের গ্রিলের তলা দিয়ে বল ঢুকে গিয়ে সোজা থুতনিতে লাগে বলে খবর। সঙ্গে সঙ্গে অনুশীলন বন্ধ করে দেওয়া হয়। ২০২০ সালের জানুয়ারি মাসেও কনকাশানের শিকার হয়েছিলেন হার্পার। তিনি হোবার্ট হ্যারিকেন্সের নাথান এলিসের সঙ্গে সজোরে ধাক্কা খেয়েছিলেন। সেই সময়েই তাঁকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল।