গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলি। সেই মতো এলিট এ গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছিল জম্মু ও কাশ্মীর বনাম বরোদা। আর এই ম্যাচ ঘিরে উঠল মারাত্মক অভিযোগ। পিচ ফিক্সিং হয়েছে বলে খেলতে নামতে অস্বীকার করে জম্মুর ক্রিকেটাররা। এই কারণে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু হয় দেরিতে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯:৩০ মিনিট থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। জম্মু ও কাশ্মীরের ক্রিকেটারদের অভিযোগ, গতকাল যেই পিচে খেলা হয়েছিল তার থেকে সম্পূর্ণ আলাদা এই পিচ। বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয় ম্যাচ রেফারি সহ আম্পায়ারদের কাছে। বেশ অনেকক্ষণ বিতর্ক চলে বিষয়টি নিয়ে। শেষে ১০:৫৫ মিনিটে শুরু করা হয় খেলা।
যা অভিযোগ করছে জম্মু ও কাশ্মীর:
বরোদার রিলায়েন্স ক্রিকেট গ্রাউন্ডে চলছিল এলিট এ গ্রুপের ম্যাচটি। বর্তমানে ২৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে জম্মু ও কাশ্মীর। অন্যদিকে ৩ নম্বরে রয়েছে বরোদা। এক্ষেত্রে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ তাদের জন্য। গত ম্যাচে তারকা সমৃদ্ধ মুম্বইকে হারানোর পর শেষ খেলায়ও নিজেদের আধিপত্য বজায় রেখেছে জম্মু। এরকম পরিস্থিতিতে এক মারাত্মক অভিযোগ করা হয় তাদের ক্রিকেটারদের তরফে। পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা। অভিযোগ করে যে গতকাল যেই পিচে খেলা শেষ করে গেছিল তারা, তা থেকে আজকের উইকেট সম্পূর্ণ ভিন্ন। তারা মনে করছে যে পিচ পরিবর্তন করা হয়েছে।
বরোদার তরফে যা বলা হয়েছে:
বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলে ম্যাচ রেফারি, আম্পায়ার এবং দলগুলির মধ্যে। পিচ পরিবর্তনের বিষয়টি অস্বীকার করা হয়েছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে। তাদের তরফে সাফাই দিয়ে বলা হয়েছে যে নিতান্তই ড্যাম্প পড়ে উইকেটের রূপ পরিবর্তন হয়েছে। তাদের তরফে কোনও কিছু করা হয়নি। অবশেষে অনেকক্ষণ ধরে বোঝানোর পরে খেলতে নামতে রাজি হয় জম্মু ও কাশ্মীরের খেলোয়াড়রা।
উল্লেখ্য, পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে বেশ অনেকটা এগিয়ে জম্মু ও কাশ্মীর। এই ম্যাচে ড্র করলেই রঞ্জির নক-আউটে পৌঁছে যাবে তারা। অন্যদিকে পরের রাউন্ডে যেতে হলে জিততে হবে বরোদাকে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল জম্মু ও কাশ্মীর। প্রথম ইনিংসে তারা ২৪৬ রান তুলেছিল। জবাবে মাত্র ১৬৬ রানে অলআউট হয়ে যায় বরোদা। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের লাঞ্চের আগে পর্যন্ত জম্মুর স্কোর ২ উইকেট হারিয়ে ১৫৫ রান। ২৩৫ রানের লিড রয়েছে তাদের।