UGC Guideline on Mandatory Internship: স্নাতক স্তরে বাধ্যতামূলক ইন্টার্নশিপ, এর জন্যে মিলবে মার্কস, বুঝে নিন UGC-র নিয়ম
1 মিনিটে পড়ুন Updated: 13 Oct 2023, 07:32 AM ISTজাতীয় শিক্ষা নীতিতে গবেষণা ও ইন্টার্নশিপের ওপর জোর দেওয়া হয়েছিল। সেই মতোই এই নয়া গাইডলাইনের খসড়া প্রকাশ করেছে ইউজিসি। এতে বলা হয়েছে, ইন্টার্নশিপের জন্য ২ থেকে ৪টি ক্রেডিট বরাদ্দ থাকতে পারে।
স্নাতক স্তরে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করেছে ইউজিসি