সম্প্রতি কর্মীদের ইমেল পাঠিয়ে 'ওয়ার্ক ফ্রম হোম'কে কার্যত বিদায় জানিয়েছে টাটা কনসাল্টেন্সি সার্ভিস। এবার সংস্থার কয়েক হাজার কর্মীকে বদলির নোটিশ ধরাল সংস্থা। আগামী ১৫ দিনের মধ্যে ২০০০ কর্মীকে অন্যত্র গিয়ে অফিসে যোগ দিতে বলা হয়েছে সংস্থার তরফে। এমনই দাবি করল আইটি কর্মচারীদের ইউনিয়ন ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেট। মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, অগস্ট থেকে কর্মীদের বদলির ইমেল পাঠিয়ে চলেছে টিসিএস। সংশ্লিষ্ট কর্মীর সুবিধা-অসুবিধার কথা নাম ভেবেই নাকি এই পদক্ষেপ করা হচ্ছে। তবে কর্মীদের বদলি বাবদ খরচ সংস্থা বহন করবে বলে জানানো হয়েছে। এদিকে বদলির নোটিশ না মানা হলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে টিসিএস কর্তৃপক্ষ। এই আবহে প্রায় ১৮০ জন টিসিএস কর্মী ইউনিয়নের কাছে অভিযোগ জানিয়েছে বলে খবর। এই পরিস্থিতে কেন্দ্রীয় সরকারের কাছে নালিশ জানিয়েছে ইউনিয়ন। (আরও পড়ুন: ফেরানো হয়েছে মাত্র ১৩৮ কোটি, সেবির পকেটে থাকা ‘সাহারার ২৫ হাজার কোটি’র কী হবে?)