স্নাতক স্তরে 'রিসার্চ ইন্টার্নশিপ' সংক্রান্ত খসড়া নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চার বছরের স্নাতক কোর্সে পড়ুয়াদের ইন্টার্নশিপ করতে হবে। যাঁরা মাঝপথেই স্নাতকের কোর্স ছেড়ে ডিপ্লোমা করে বেরিয়ে যেতে চান, তাঁদের দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের শেষে বাধ্যতামূলকভাবে করতে হবে ইন্টার্নশিপ।
স্নাতক স্তরে কত ধরনের ইন্টার্নশিপ হবে?
কমিশনের খসড়া নির্দেশিকা অনুযায়ী, দু'ধরনের 'রিসার্চ ইন্টার্নশিপ'-এর সুযোগ পাবেন পড়ুয়ারা। প্রথমত, একজন পড়ুয়ার কর্মসংস্থান বৃদ্ধির জন্য ইন্টার্নশিপ। দ্বিতীয়ত, একজন পড়ুয়ার গবেষণা যোগ্যতা গড়ে তোলার জন্য ইন্টার্নশিপ।
কীভাবে স্নাতক স্তরে 'রিসার্চ ইন্টার্নশিপ' হবে?
চার বছরের ডিগ্রি কোর্সে মোট ১৬০ ক্রেডিট পয়েন্ট থাকবে। ইন্টার্নশিপের জন্য বরাদ্দ থাকবে ন্যূনতম ২০ ক্রেডিট পয়েন্ট। স্নাতক পর্যায়ে করতে হবে চার বছরের ডিগ্রি কোর্সে দু'বার ‘রিসার্চ ইন্টার্নশিপ’ (Research Internship in UG Course)।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খসড়া নির্দেশিকা অনুযায়ী, যাঁরা সার্টিফিকেট বা ডিপ্লোমা নিয়ে মাঝপথেই স্নাতকের কোর্স ছেড়ে দিতে চান, তাঁদের বাধ্যতামূলকভাবে দ্বিতীয় সেমেস্টার (প্রথম বর্ষ) এবং চতুর্থ সেমেস্টারেরের (দ্বিতীয় বর্ষ) শেষে আট থেকে ১০ সপ্তাহের ইন্টার্নশিপ করতে হবে।
আরও পড়ুন: বিরাট ঘোষণা! ১২ ক্লাস পাশ হলেই সরকারি কাজে মাসে ৩০ হাজার রোজগার সম্ভব, কী লাগবে