IBPS RRB 2022: ৮,০০০-র বেশি শূন্যপদ! আবেদন করতে ক্লিক করুন এখনই
1 মিনিটে পড়ুন Updated: 09 Jun 2022, 06:54 PM IST- -এর মাধ্যমে IBPS RRB 2022-র জন্য আবেদন শুরু করে দিয়েছেন।
পশ্চিমবঙ্গে কোথায় শূন্যপদ?
কোচবিহারের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক, মুর্শিদাবাদের বঙ্গিয়া পল্লী উন্নয়ন ব্যাঙ্ক এবং হাওড়া জেলার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
অফিস অ্যাসিসট্যান্ট : ৪,৪৮৩ টি
অফিসার স্কেল I : ২,৬৭৬ টি
অফিসার স্কেল II : ৮৪২ টি
অফিসার স্কেল III: ৮০ টি
শিক্ষাগত যোগ্যতা:
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।বয়সসীমা :
অফিস অ্যাসিস্ট্যান্ট : ১৮-২৮ বছর
অফিসার স্কেল I : ১৮-৩০ বছর
অফিসার স্কেল II : ২১-৩২ বছর
অফিসার স্কেল III: ২১-৪০ বছরআবেদন ফি :
জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি ৮৫০ টাকা। সংরক্ষিত এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১৭৫ টাকা।