২০২৩ সাল শেষ হলেই শুরু ভোটের ডামাডোল। লোকসভা নির্বাচন। আবার বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এই অবস্থায় এগোতে পারে সিবিএসই এবং সিআইএসসিই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি। লোকসভা ভোট মাথায় রেখে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এগিয়ে এনেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিনও দিয়ে দিয়েছে অনেক আগেই। অথচ নভেম্বরের মাঝামাঝি হলেও সিবিএসই এবং সিআইএসসিই বোর্ডের রুটিন অমিল। এখনও দশম ও দ্বাদশ পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন দেওয়া হয়নি। ফলে এ নিয়ে চিন্তায় শিক্ষক থেকে শুরু পরীক্ষার্থী, অভিভাবক, সব পক্ষই।
(আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় ইংরেজি শব্দ আদতে এক রোগের নাম! কারা ভোগেন এই ব্যাধিতে)
সিআইএসসিই বোর্ডের শিক্ষকেরা জানাচ্ছেন, পরীক্ষার দিন ঠিক হওয়ার পরে নানা রকম প্রশাসনিক কাজ থাকে। সম্প্রতি সিআইএসসিই বোর্ডের সচিব জেরি অ্যারাথুন মাসকয়েক আগে অবসর নিয়েছেন। শিক্ষকদের একাংশ জানাচ্ছেন, জেরির ছিলেন দক্ষ প্রশাসক। তাঁর জায়গায় নতুন কেউ এখনও দায়িত্ব নেননি। তাই পরীক্ষার রুটিন বেরোনোর পর আগের মতো কাজের তৎপরতা থাকবে কি না তা নিয়েও আশঙ্কা।
(আরও পড়ুন: সুগারের ঠেলায় চিন্তার ভাঁজ কপালে? রাতে ঘুমোনোর আগে ৫ কাজ করলেই হবে)
লোকসভা নির্বাচনের দিন ঘোষণার জন্যই কি অপেক্ষা করছেন বোর্ড? সিবিএসই এবং সিআইএসসিই বোর্ডের বেশ কিছু শিক্ষক এই প্রশ্ন তুলছেন। কিন্তু তাতে পরীক্ষার্থীদের সমস্যা বাড়তে পারে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দেরি হয়ে যেতে পারে বলেও আশঙ্কা। আইসিএসই বোর্ডের আওতাধীন এক স্কুলের অধ্যক্ষ বলেন, কয়েক বছর আগে এমনটাই হয়েছিল। আইসিএসই পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন ঘোষণার আগে অসম বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার জন্য অপেক্ষা করা হয়েছিল। দিন ঘোষণা হচ্ছিল না দেখে সিআইএসসিই বোর্ড দশমের বোর্ডের পরীক্ষার রুটিন দিয়ে দেয়। রুটিন প্রকাশের তিন দিনের মধ্যে অসম বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়। ফলে ফের পিছোতে হয় পরীক্ষা।