বাংলা নিউজ > হাতে গরম > World's Most Silent Place: –২৪.৯ ডেসিবেল! বিশ্বের সবচেয়ে নিঃশব্দ স্থান হিসেবে রেকর্ড গড়ল এই ল্যাবরেটরি
Guinness World Record: ডেসিবেলে শব্দ মাপা যায়। কিন্তু শব্দই যদি না হয়? হ্যাঁ, নিঃশব্দকেও মাপা যায় ডেসিবেল দিয়ে। কোলাহলের যুগে বিশ্বের নিঃশব্দ স্থান খুঁজে পাওয়া মুশকিল। তবে এমন স্থান যে নেই, তা নয়। পৃথিবীতেই রয়েছে এমন স্থান। এতটাই নিঃশব্দ সে স্থান যে, নৈঃশব্দ্যের নিরিখে তার নাম উঠল গিনিস বুকে।
গিনিস বুকে নাম!
মিনেসোটার মিনিপোলিসের অরফিল্ড ল্যাবরেটরি বিশ্বের সবচেয়ে নিঃশব্দ স্থানের স্বীকৃতি পেয়েছে। গিনিস বুকে রেকর্ড গড়েছে এই স্থান। স্থানটিতে শব্দের প্রাবল্য –২৪.৯ ডেসিবেল!আরও পড়ুন — Viral Video: মানুষ ‘বন্ধু’ হাঙরের মুখে! বিপদের আঁচ পেয়েই ছুটে এল দুই তিমি, ভাইরাল ভিডিয়োতে মুগ্ধ নেটপাড়া