বাংলা নিউজ > হাতে গরম > Viral Video: বেনজির মানবিকতা! তীব্র ভূমিকম্পে বিশেষভাবে সক্ষমকে কাঁধে তুলে নিয়ে তবেই ঘর ছাড়ল যুবক
ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা ঘর। যত দ্রুত হয়, সবাই বেরিয়ে পড়ছে ঘর ছেড়ে। কিন্তু এর মধ্যেই অদ্ভুতভাবে দাঁড়িয়ে একটি যুবক। নাহ, সেও পালাতে চায়। তারও প্রাণভয় আছে। কিন্তু যে মানুষটি হাঁটতে, চলতে পারে না, তাকে তো একা ফেলে চলে যাওয়া যায় না। আর তাই তার জন্য অপেক্ষা করে গেল ওই যুবকটি। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল এমনই এক ভিডিয়ো।
আরও পড়ুন - ‘বাড়ির লোক জানতে পারলে…’ দোষ ঢাকতে পাসপোর্টের পাতা ছিঁড়ে শ্রীঘরে গেলেন ইনি