Studio Ghibli Art: মাত্র এক ঘণ্টায় চাটজিপিটির ইউজার সংখ্যা পেরোল ১০ লাখ। জিবলি আর্টের দৌলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থার অন্দরে তৈরি হল ইতিহাস। মঙ্গলবার এমনটাই জানালেন চ্যাটজিপিটির মূল সংস্থা ওপেনআই-এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান।
সম্প্রতি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ভাইরাল ট্রেন্ড জিবলি আর্ট। নেটিজেনরা তাদের ছবি দিয়ে একের পর এক জিবলি আর্টের ছবি পোস্ট করে চলেছেন। তবে এই ছবি বানাতে দরকার এআই অ্যাপের সাহায্য। আর চ্যাটজিপিটিই সেই এআই অ্যাপ হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় নেটিজেনদের মধ্যে।
আরও পড়ুন - ঘিবলি স্টাইল ছবি বানাবেন কীভাবে? ChatGPT বাদে আর কোন অ্যাপে হয়? জানুন সহজ উপায়
মঙ্গলবার নিজের এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট করেন স্যাম। সেখানেই তিনি উল্লেখ করেন এই রেকর্ডের। জিবলি আর্টের আদলে নিজের ছবি বানাতে গিয়ে নেটিজেনরা দেদার ব্যবহার করছেন চ্যাটজিপিটি। আর তাতেই এক ঘণ্টায় ইউজার পেরিয়ে গিয়েছে ১ মিলিয়ন বা ১০ লাখ। সম্প্রতি এই ট্রেন্ড এতটাই ভাইরাল যে স্যাম রসিকতা করে পোস্ট করেন, চ্যাটজিপিটির কর্মীদের একটু ঘুমোতে দিন। আমরা ২৪ ঘণ্টা কাজ করতে পারছি না!