নববর্ষের আগে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে কালীঘাট স্কাইওয়াকের কিছু ঝলকের ভিডিয়ো পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, সোমবার, পয়লা বৈশাখের আগের সন্ধ্যাতেই এই স্কাইওয়াকের উদ্বোধন করতে পারেন মমতা। প্রসঙ্গত, প্রতি বছরই পয়লা বৈশাখের আগের দিন কালীঘাট মন্দিরে পুজো দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, এবছরও কালীঘাট মন্দিরে চৈত্র সংক্রান্তির পুজো দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, আজ, তার আগে, রবিবার সন্ধ্যায় কালীঘাট স্কাইওয়াকের ভিডিয়ো পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কালীঘাট স্কাইওয়াকের ভিডিয়ো পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির সম্পর্কে স্মৃতিমেদুরও হয়ে যান। তিনি লেখেন, ‘৫১টি পবিত্র শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে, কালীঘাট মন্দিরটি অসংখ্য ভক্তের কাছে ঐশ্বরিক তাৎপর্য বহন করে। সেই ভক্তদের মধ্যে আমি একজন।’এরপরই স্মৃতির পাতায় ফিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন,' আমার খুব স্পষ্ট মনে আছে, আমি প্রতি বছর মায়ের সঙ্গে মন্দিরে যেতাম পুজো দিতে। সেইসব স্মৃতি খুবই পবিত্র।' পোস্টে এরপর মমতা লিখছেন,'আজ, আমি জনগণকে একটি অত্যাধুনিক স্কাইওয়াক উপহার দিতে পেরে বিনীত বোধ করছি, যা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং মেট্রো এবং প্রধান সড়কের সাথে নির্বিঘ্নে সংযুক্ত।' এরইসঙ্গে দিদি লেখেন,' এটি তীর্থযাত্রীদের, বিশেষ করে বয়স্কদের জন্য স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করবে।' গোটা পোস্টটির শেষ পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,' পয়লা বৈশাখের আগে, আপনাদের প্রতি আমার এই প্রণাম। আর তাঁর প্রতিও। মা কালী যেন আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন।'
( Chaturgrahi Yog 2025 Astrology: নববর্ষের ঠিক আগেই ভাগ্যে ধুন্ধুমার উন্নতি ৩ রাশিতে! খেলা ঘোরাবেন রাহু, শুক্র, বুধ, শনি)
( Waqf Act Protest in Silchar:‘৩০০-৪০০ জন জড়ো হন’, বাংলার পর ওয়াকফ নিয়ে বিক্ষোভ অসমে, উত্তেজনা শিলচরে)
( Shani Vakri 2025: শনি ২০২৫ সালে কবে হচ্ছেন বক্রী? সৌভাগ্যের বন্যা ছুটবে ৩ রাশিতে, সাড়েসাতি ভোগীদের জন্য রইল টিপস)
জানা যাচ্ছে, সোমবারই কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মেয়র ফিরহাদ হাকিম, রাসবিহারী এলাকার বিধায়ক দেবাশিস কুমার সহ অনেকে। এদিকে, উদ্বোধন ঘিরে রবিবার থেকেই কালীঘাট মন্দির চত্বরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, কালীঘাটে প্রতি বছরই পয়লা বৈশাখে বিপুল ভক্ত সমাগম হয়। তার আগে এই নয়া স্কাইওয়াক পুণ্যার্থীদের সুবিধা এনে দেবে বলে আশা করা হচ্ছে।