রেশন দুর্নীতির ৬টি মামলায় রাজ্য পুলিশের তদন্তে নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ। সঙ্গে রাজ্যকে হলফনামা জমা দিতেও নির্দেশ দিয়েছে আদালত। ২২ এপ্রিলের মধ্যে রাজ্যকে তার বক্তব্য হলফনামা দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশ পালনে শুক্রবার তৎপর হল কলকাতা পুলিশ। কলকাতায় কোথায় রেশন দুর্নীতির কত অভিযোগ দায়ের হয়েছে ও তাতে কী পদক্ষেপ করা হয়েছে তা জানতে চেয়ে সমস্ত ডেপুটি কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে লালবাজার।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে এবার নিয়ে আসা হচ্ছে সেমিস্টার পদ্ধতি, বাংলায় পড়তে হবে শ্রীজাতর কবিতা
গত ৭ মার্চ রেশন দুর্নীতির ৬টি মামলার তদন্ত রাজ্য পুলিশ করতে পারবে না বলে নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। সঙ্গে রাজ্যকে ২২ মার্চের মধ্যে এব্যাপারে তাদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দেন তিনি। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। আদালতের নির্দেশ পালনে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে কোথায় রেশন দুর্নীতির কত অভিযোগ দায়ের হয়েছে তা ডেপুটি কমিশনারদের কাছে জানতে চেয়েছে লালবাজার। সেই তথ্যের ভিত্তিতেই হলফনামা তৈরি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে এবার নিয়ে আসা হচ্ছে সেমিস্টার পদ্ধতি, বাংলায় পড়তে হবে শ্রীজাতর কবিতা
রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য। গ্রেফতার হন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। ওই দুর্নীতির তদন্তেই গত ৫ জানুয়ারি সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা।