প্রায় ৮ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেও বাঁচানো গেল না। অবশেষে মৃত্যু হল অটোই হাত কেটে যাওয়া মহিলা যাত্রী রেবা মণ্ডলের। দুর্ঘটনার পরেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানে প্রায় আট ঘণ্টা ধরে তাঁর অস্ত্রোপচার চলে। রবিবার ভোররাতে মৃত্যু হয় ওই মহিলার। শনিবার ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছিল উলুবেরিয়া কয়লামোড়ের কাছে।কর্মস্থলে যাওয়ার জন্য ওই মহিলা গরুহাটা থেকে অটোতে উঠেছিলেন। দুটি অটোর রেষারেষি জেরে সেই সময় কয়লা মোড়ের কাছে একটি ম্যাটাডোর ধাক্কা মারে। তাতেই রেবার ডান হাত কেটে রাস্তায় পড়ে যায়। তাঁর হাতটি অটোর বাইরে ছিল। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, ম্যাটাডোরের সঙ্গে ওই অটোর ধাক্কা লাগেনি। বরঞ্চ ওভারটেক করার সময় একটি টটোর সঙ্গে অটোর ধাক্কা লাগে। তারপরে ওই অটোটি অন্য একটি অটোকে ওভারটেক করে যাচ্ছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। ধাক্কা লাগার ফলে মহিলার হাত কেটে টোটোতে পড়ে যায়। ভয়ে টোটো চালক কাঁথা হাত রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। এদিকে, রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকেন ওই মহিলা। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানে টানা ৮ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে ওই মহিলার।এদিকে, এই ঘটনার পরেই বেপরোয়া অটো চালানো নিয়ে চালকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। অবৈধভাবে অটো চালানো হচ্ছে বলো অভিযোগে তোলেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, হাওড়ার গ্রামীণ এলাকায় প্রায় ৫০ হাজার অবৈধ অটো চলে। চার জনের জায়গায় ৫ জন এমনকী ৬ জন করে যাত্রী তোলেন অটোচালকরা। চালকদের ডান দিকেও যাত্রীদের বসানো হয়। পাশাপাশি পিছনে তিনজনের সিটে অনেক সময় চারজনকেও বসানো হয় বলে অভিযোগ উঠেছে। এর ফলে অটোর দুপাশে থাকা যাত্রীদের হাত বেরিয়ে থাকে বলে দাবি যাত্রীদের।যদিও অটোচালকদের একাংশের বক্তব্য, তৃণমূল অবৈধভাবে অটোচালকদের কাছ থেকে টাকা তোলে। তাদেরকে টাকা দেওয়ার জন্যই বাধ্য হয়ে বেশি যাত্রী তুলতে হয়। যদিও এ বিষয়ে তৃণমূল নেতা অরূপেশ ভট্টাচার্য জানিয়েছেন, ‘এটা সত্যি দুর্ভাগ্যজনক। তৃণমূল কখনই এই ধরনের কাজে মদত দেয় না। কেউ যদি এরকম করে থাকে তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ এদিকে, এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য যাত্রীদের সচেতন হওয়ার বার্তা দিয়েছেন অটোচালকদের একাংশ। অটোতে যাওয়ার সময় যাত্রীদের বাইরে হাত না রাখার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁরা।