বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Police-SSC Jobless Protestors Scuffle: রাত ১টার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারা শিক্ষকদের, কী বললেন ডিসি?
গভীর রাত ১টার সময় এসএসসি ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াল পুলিশ। এই আবহে আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, তাঁদের গায়ে হাত তোলা হয়েছিল। এদিকে আন্দোলনস্থলে পর্যাপ্ত পরিমাণে মহিলা শিক্ষকও নেই বলে দাবি করা হয়। এর আগে কসবায় ডিআই অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার হয়েছিল। চাকরিহারাদের ছত্রভঙ্গ করতে পুলিশ যথেচ্ছ লাঠিচার্জ করেছিল। এমনকী এক শিক্ষককে লাথি মেরেছিলেন পুলিশকর্মী। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। আর এবার এসএসসি ভবনের সামনে ফের একবার পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন চাকরিহারা শিক্ষকরা। যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে। (আরও পড়ুন: হোটেল থেকে অর্ডার করা হয়েছিল খাবার, SSC ভবনে তা ঢুকতে দিলেন না চাকরিহারা শিক্ষকরা)