কিছুদিন পরে দেড় মিনিটের ব্যবধানে ছুটতে পারে কলকাতা মেট্রো। আধুনিক সিগন্যালিং সিস্টেম তেমন করা হচ্ছে বলে সূত্রের খবর। আর এটা যদি বাস্তবায়িত হয় তাহলে কম সময়ের ব্যবধানে মেট্রো চালানো সম্ভব হবে। পাশাপাশি সমস্ত মেট্রো স্টেশনে বিনামূল্যে মিলবে ওয়াই–ফাই পরিষেবা বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই ইস্ট–ওয়েস্ট মেট্রোতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে। এবার বাকি মেট্রোতেও চালু হবে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি)। তার ফলে ৯০ সেকেন্ডের ব্যবধানে একটি মেট্রোর পিছনে অন্য একটি ট্রেন একই দূরত্ব বজায় রেখে ছুটবে। কিন্তু কোনও দুর্ঘটনা ঘটবে না। অথচ মানুষজন গন্তব্যে পৌঁছে যাবে আরও তাড়াতাড়ি।
ঠিক কী ঘটতে চলেছে? মেট্রো সূত্রে খবর, এখন বেশ কিছু নতুন রুট তৈরি হচ্ছে। আবার কয়েকটি হয়ে গিয়েছে। তার মধ্যে ইস্ট–ওয়েস্ট, জোকা–ধর্মতলা, নিউ গড়িয়া–এয়ারপোর্ট রুটগুলি এখন চালুর পথে। সেখানে এই অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু করা হচ্ছে। তারপর বাকি মেট্রো রুটগুলিতে একই ব্যবস্থা করা হবে। একদিকে যাত্রী সংখ্যা যেমন বাড়বে অন্যদিকে মুহূর্তে মানুষজনও গন্তব্যে পৌঁছে যাবে। তাই এখন থেকেই সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রয়োজন পড়লে কম ব্যবধানে ছুটতে পারবে মেট্রো।
অত্যাধুনিক প্রযুক্তির বিষয়টি ঠিক কী? নয়া এই প্রযুক্তিতে দুর্ঘটনা ঘটবে না। ইস্ট–ওয়েস্ট মেট্রোয় ‘কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম’ (সিবিটিসি) বসানো হয়েছে। এখন ব্যস্ত সময়ে পাঁচ মিনিট অন্তর মেট্রো চলে। সেটাই কমিয়ে আনা হবে। তবে এটা সময়সাপেক্ষ কাজ। তবে নয়া পদ্ধতিতেই ভবিষ্যতে মেট্রো দ্রুতগতিতে চলবে। আর মেট্রোর জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না।