কলকাতার ডেপুটি মেয়র তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অতীন ঘোষের মা অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভরতি হলেন গতরাতে। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা দেওয়ার সময় অতীনের মা গীতা ঘোষের শাড়িতে আগুন ধরে যায়। এর জেরে তিনিও বাজে ভাবে অগ্নিদগ্ধ হন। রিপোর্ট অনুযায়ী, গীতার ঘোষের শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছে। এই আবহে হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। প্রথমে স্থানীয় এক হাসপাতালেই ভরতি করা হয়েছিল অতীনের মাকে। পরে তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। আপাতত সেই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন গীতা ঘোষ। জানা গিয়েছে, অতীন ঘোষের মায়ের বয়স ৮৫ বছর। (আরও পড়ুন: 'তিনি নিজে কী ছিলেন?' বিজেপির 'সুরে' কথা বলেও শুভেন্দুর তোপের মুখে ফিরহাদ)
আরও পড়ুন: নরেন্দ্রপুরে ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ শিক্ষকের নামে, মার খেলেন অন্য শিক্ষকরা
রিপোর্ট অনুযায়ী, উত্তর কলকাতার নলীন সরকার স্ট্রিটের বাড়িতে থাকেন গীতা ঘোষ। শনিবার পৌনে সাতটা নাগাদ সন্ধ্যা দিতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। প্রদীপ জ্বালাতে গিয়ে দেশলাই কাঠি থেকে আগুন ধরে যায় তাঁর শাড়িতে। জানা গিয়েছে, প্রদীপ জ্বালাতে গিয়ে একটি দেশলাই জ্বালান গীতা ঘোষ। তবে তাতে প্রদীপ জ্বলেনি। সেই সময় দেশলাই কাঠিটা পাশে ফেলে দিয়ে অপর একটি কাঠি জ্বালান তিনি। তবে ফেলে দেওয়া দেশলাই কাঠি যে পুরোপুরি নিভে যায়নি, তা খেয়াল করেননি তিনি। সেখান থেকেই তাঁর শাড়িতে আগুন ধরে যায়। তবে প্রথমদিকে সেদিকে তাঁর নজর ছিল না। পরে আগুন লাগার ঘটনা যখন তিনি বুঝে ওঠেন, তখন আগুন অনেকটা ছড়িয়ে পড়েছে। (আরও পড়ুন: 'বাংলার সীতাদের খোঁজ নিন...', 'সিয়া-রাম' বিতর্কে তৃণমূলকে তোপ শুভেন্দুর)
আরও পড়ুন: বিনা অনুমতিতে ভক্তিগীতের অনুষ্ঠান দিল্লির মন্দিরে, মঞ্চ ভেঙে মৃত ১, আহত ১৭
গীতা ঘোষের চিৎকার শুনে ঠাকুরঘরে ছুটে আসেন অতীন ঘোষের তুতো দাদা এবং ভাইরা। তাঁরাই আগুন নেভান। তখনই স্থানীয় এক হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় অতীনের মাকে। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, ৮৫ বছর বয়সি গীতা ঘোষের ৬৫ শতাংশ শরীর পুড়ে গিয়েছে। এই আবহে আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।