বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Cooking Gas Pipeline Latest Update: কলকাতায় শুরু হবে রান্নার গ্যাসের পাইপ বসানোর কাজ, কোথায় বসবে প্রথম লাইন?
Kolkata Cooking Gas Pipeline Latest Update: কলকাতায় শুরু হবে রান্নার গ্যাসের পাইপ বসানোর কাজ, কোথায় বসবে প্রথম লাইন?
পাইপ লাইনে করে কলকাতাতেও বাড়ি বাড়ি সরবরাহ হবে গ্যাস। এর জন্যে শীঘ্রই কাজ শুরু হতে চলেছে। খোঁড়াখুঁড়ির খরচ সংক্রান্ত জটিলতার জেরে দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে এই প্রকল্পের কাজ থমকে ছিল। তবে মার্চ মাসে সেই কাজ শুরু হয়ে যেতে পারে।