বাংলাদেশে এখনও তপ্ত পরিবেশ বিরাজমান। সেখান থেকে তাই অবৈধ পথে ঢুকে পড়ছে নাগরিক, জঙ্গি এবং রোহিঙ্গারা। আর বিরোধী দল বিজেপি তার জন্য রাজ্য সরকারকে দায়ী করছে। যেখানে সীমান্ত পাহারা দিচ্ছে বিএসএফ। এই অনুপ্রবেশের ক্ষেত্রে দায়ী একমাত্র বিএসএফ বলে মনে করছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই আবহে এপার বাংলায় ঢুকে পড়ছে ওপার বাংলার নাগরিকরা। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না রাজ্য সরকার বলে অভিযোগ। এই অভিযোগ বিজেপির। সেখানে রাজ্য সরকার এবার জমি দিচ্ছে বিএসএফকে বলে সূত্রের খবর। তার জেরে ধোপে টিকল না বিরোধীদের অভিযোগ।
এদিকে বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে না বলে আগেই অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কদিন আগে লালবাগের এক সভা থেকেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা–মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন। তাই বিএসএফকে জমি দেওয়া হচ্ছে না কাঁটাতারের বেড়া করার জন্য।’ অথচ এই অনুপ্রবেশের আবহেই চেক পোস্টের জন্য নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি বিএসএফ–কে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ, সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: আরজি কর হাসপাতালের চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু ভ্যান চালকের, পেলেন জামিন
কিছুদিন আগে পেট্রাপোল বর্ডারে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও রাজ্য সরকারকে দায়ী করেছিলেন। যেখানে সীমান্তের সুরক্ষা দেওয়ার কথা বিএসএফের। রাজ্য সরকারের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগ তুলেছিল বিজেপি। যেখানে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে ২২০০ কিলোমিটার সীমান্ত পথ বাংলা–বাংলাদেশের মধ্যে। সেখানে ৫৯৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই বলে অভিযোগ। এটার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে আসছিল বিজেপি। যদিও এখন বিজেপি কিছু বলেনি।
নতুন বছরের ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা খোলা চিঠিতে শুভেন্দু দাবি করেছিলেন, ১৮টি ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে বিএসএফকে কোনও জমি হস্তান্তর করা হয়নি। আর ১৭টি সীমান্ত ফাঁড়ি তৈরি করার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া মুলতুবি হয়ে রয়েছে। তার জেরেই একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ পাঠানো বন্ধ হয়ে গিয়েছে। এসবের মধ্যে আজকের মন্ত্রিসভার বৈঠকে বিএসএফ–কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মাস্টারস্ট্রোক। দু’দিন আগেই নদিয়ায় মাটির নীচে বাঙ্কার মিলেছে। আবার দুই বাংলাদেশি রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। তারপর এমন সিদ্ধান্ত বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।