মুর্শিদাবাদের ওয়াকফ হিংসায় ঘরছাড়া হয়েছিলন বহু মানুষ। বিগত বেশ কয়েকদিন ধরে তাঁরা আছেন মালদার শিবিরে। এবার অভিযোগ উঠল, সেই সব ঘরছাড়া মানুষজনদের জোর করে স্থানীয় প্রশাসন সেখান থেকে সরিয়ে দিচ্ছে। আর এই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, জাতীয় মানবাধিকার কমিশন সম্প্রতি প্রশাসনকে জানিয়েছিল যে তারা ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে আসবে। এরপরই নাকি বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্যে রাজ্য সরকারের তরফ থেকে স্থানীয় প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করা হয়েছে। (আরও পড়ুন: '১.৩ মিলিয়নের ভারতীয় সেনা...', কাশ্মীর নিয়ে বড় দাবি পাক সেনা প্রধানের)
আরও পড়ুন: মুর্শিদাবাদ হিংসা নিয়ে 'ধরি মাছ না ছুঁই পানি' অবস্থান কংগ্রেসের, সাংসদ বললেন...
এই নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সুকান্ত মজুমদার লেখেন, 'বাংলায় এ কোন ধরণের একনায়কতন্ত্র চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মুর্শিদাবাদে উগ্র ইসলামপন্থী জনতার দ্বারা নির্মমভাবে নির্যাতিত হিন্দু পরিবারগুলি বেঁচে থাকার জন্য মালদায় পালিয়ে যায়। জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য কর্তৃপক্ষকে জানিয়েছি যে তারা ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে আসছে... কিন্তু এখন স্থানীয় রিপোর্টে বলা হচ্ছে যে, স্থানীয় প্রশাসনের চাপে ভুক্তভোগীদের জোরপূর্বক ক্যাম্প থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।' (আরও পড়ুন: 'নকল ইমামদের কি ইমামি বলা যায়?' মমতার বৈঠকের ছবি দিয়ে প্রশ্ন BJP নেতার)