পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। সেই আবহে ভারতের নথি জল করে নেপালে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল মায়ানমারের কয়েকজন নাগরিকের বিরুদ্ধে। সেই ঘটনায় তাঁদের গ্রেফতার করল এসএসবি। ধৃতেরা সকলেই পড়ুয়া। শনিবার পানিট্যাঙ্কি সীমান্ত থেকে মায়ানমারের এই ছয় পড়ুয়াকে গ্রেফতার করা হয়। নথি জাল করে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ উঠেছে ছয় পড়ুয়ার বিরুদ্ধে। (আরও পড়ুন: নারীর অধিকার অস্বীকার করে ভারতের মুসলিমদের জন্য আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশে)
আরও পড়ুন: ভুয়ো আধার, প্যান বানিয়ে ভারতে বাস, কাবুলে পালানোর আগেই ধৃত আফগান নাগরিক
এসএসবি সূত্রে জানা গিয়েছে, শনিবার পানিট্যাঙ্কিতে এসএসবির ইমিগ্রেশন চেকপোস্টে প্রথমে তিনজন ভারতীয় নথি দেখিয়ে নেপালে যাওয়ার চেষ্টা করেন। তবে সেই নথি দেখে সন্দেহ হয় এসএসবির। এছাড়া, তাঁদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। তখন তাঁদের জেরা করে এসএসবি জানতে পারে তাঁরা তিনজনেই মায়ানমারের নাগরিক। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনের হদিশ পায় এসএসবি। (আরও পড়ুন: ভারতীয় করদাতাদের টাকায় সুবিধালাভ অবৈধবাসী বাংলাদেশিদের, দিব্যি পাচ্ছে ভর্তুকি)
আরও পড়ুন: সন্ত্রাসবাদ ইস্যুতে সাধু সাজার চেষ্টা, দুর্বল চিত্রনাট্যের ড্রামা পাকিস্তানের
পরে তাঁদেরকেও গ্রেফতার করা হয়।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এসএসবির জওয়ানরা জানতে পেরেছেন, এই ৬ জন ২০২৩ সাল থেকে ভারতে রয়েছেন। মিজোরাম সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশ করে। ভারতে এসে ইতিমধ্যে তাঁরা ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড বানিয়েছে।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দিল্লি থেকে এইসব নথিপত্র তৈরি করা হয়েছিল। পরে ওই ৬ জন নাগাল্যান্ডের একটি কলেজে ভর্তি হন। (আরও পড়ুন: 'এই দেখ আমিও পারি', ঠিক যেন ক্লাস ২-এর শিশুর মতো হাস্যকর আচরণ পাকিস্তানের)
আরও পড়ুন: 'যুদ্ধ যুদ্ধ খেলা দেখিয়ে...', মানবিক করিডোরের নামে ইউনুসের ছক 'ফাঁস'
সূত্রের খবর, এদিন ওই কলেজের পক্ষ থেকে ২৭ জন পড়ুয়া শিলিগুড়িতে ঘুরতে আসে। পড়ুয়ারা তিনটি দলে ভাগ হয়ে ঘুরতে যান। মায়ানমারের ছয় পড়ুয়া দুটি দলে বিভক্ত হয়ে ঘুরতে যান। তারই মধ্যে একটি দল নেপালের অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার উদ্দেশ্যে পানিট্যাঙ্কিতে যায়। ধৃতদের আটক করার পর খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। (আরও পড়ুন: ইসলামের নামে নর্থইস্ট দখলের 'শখ' প্রাক্তন বাংলাদেশি সেনাকর্তার, পেলেন যোগ্য জবাব)
এদিকে, এদিনই শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া সেনা ক্যাম্পে প্রবেশের চেষ্টার অভিযোগে এক আফগান বংশোদ্ভূত এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। জানা যায়, ওই ব্যক্তি সেনা ছাউনিতে প্রবেশের চেষ্টা করেন। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে ধৃতের দাবি, ওই সেনা ক্যাম্পের একজন আবাসিক তাঁর থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা চাইতেই তিনি সেখানে গিয়েছিলেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতের নাম আসিয়া খান। ধৃত আফগান নাগরিক হলেও ভারতের অসমের বাসিন্দা। বর্তমানে তিনি মাটিগাড়ায় ঘর ভাড়া নিয়ে থাকেন।