ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল উলুবেড়িয়ায়। দুটি অটোর রেষারেষি চরম পর্যায়ে পৌঁছে ছিল। আর তার জেরে এক মহিলা যাত্রীর হাত কেটে রাস্তায় পড়ে গেল। আজ, শনিবার হাওড়ার উলুবেড়িয়ার দলুইপাড়া এই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থাকল। একটি অটোকে আর একটি অটো ওভারটেক করতে গিয়েই এমন ঘটনা ঘটেছে বলে খবর। গরুহাটা থেকে অটোতে উঠেছিলেন ওই মহিলা। তখন সামনের অটোকে পিছন থেকে আর একটি অটো দ্রুতগতিতে ওভারটেক করতে গেলেই ওই মহিলার হাত ঘষে যায়। ওই মহিলার হাত অটোর বাইরে ছিল বলেই তা কেটে রাস্তায় পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলার কাটা হাত জোড়া লাগানোর চেষ্টা চলছে।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার নাম রেবা দাস। প্রত্য়েকদিন তিনি অটোতে করেই কাজে যান। আজ, শনিবারও তিনি সকালে বাড়ি থেকে বেরিয়ে অটোয় উঠেছিলেন। অটো চলতে শুরুও করে। কিন্তু অসাবধানতায় রেবা দেবীর হাত অটোর বাইরে ছিল। তিনি অটোর বাঁ–দিকে বসেছিলেন। তখন পিছন থেকে একটি অটো আসছিল। সেটা দেখার পর সামনের অটো গতি বাড়িয়ে দেয়। পিছনের অটো রেষারেষি করে এগিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করে। তখন রেবা দেবীর হাত ঘষে দেয় অটো। আর কেটে সেটি রাস্তায় পড়ে যায়।
তারপর ঠিক কী ঘটল? পিছনের অটো প্রচণ্ড গতিতে থাকায় রেবা দেবীর হাত খসে পড়ে যায় ধাক্কা লাগতেই। তখন রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকেন রেবা দেবী। প্রথম অটো থেমে গেলেও পিছন থেকে আসা দ্বিতীয় অটো পালিয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে চম্পট দেয় অটোটি। তখন স্থানীয় বাসিন্দারা ওই মহিলা এবং তাঁর কাটা হাত নিয়ে হাসপাতালে ছোটেন। রেষারেষি করতে গিয়ে অটোটি জোর করে পাশ কাটিয়ে যেতেই মহিলার হাতে ঘষা লাগে এবং কনুইয়ের নীচ থেকে হাত পুরো ভেঙে খসে যায়।