রাজ্যে ফের প্রশ্নের মুখে নাবালিকাদের নিরাপত্তা। এবার হাওড়ার জগৎবল্লভপুরে টিউশন পড়ে ফেরার সময় শ্লীলতাহানির শিকার ছাত্রী। মঙ্গলবার রাতে এই ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, জগৎবল্লভপুরের গড়বালিয়া এলাকার স্থানীয় স্কুলের একাদশ শ্রেণির ওই ছাত্রী মঙ্গলবার রাতে গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছলে তাঁকে হাত ধরে টেনে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে অশোক দলুই নামে এক যুবক। হামলার মুখে আর্তনাদ শুরু করেন ছাত্রী। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে আসেন। হাতে নাতে ধরেন অশোককে। এর পর তাঁকে গাছে বেঁধে কয়েক ঘা দেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে। এর পর ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
আরও পড়ুন - বোনাস বাড়ল রাজ্য সরকারি কর্মীদের! কত টাকা দেবে বাংলা? কারা কারা পাবেন? রইল সবটা
পড়তে থাকুন - ‘২০০৯ সালে কেন তাঁর সাথে আর কাউকে বাঙালি কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী হতে দেননি মমতা?’
আরও পড়ুন - ‘দলের থেকে জাত আগে’ মন্তব্যের জন্য শৃঙ্খলারক্ষা কমিটির কাছে ক্ষমা চাইলেন হুমায়ুন