রাজ্যে রামনবমীর নিরাপত্তায় ব্যাপক পুলিশি আয়োজনকে হাতিয়ার করে ফের একবার বিরোধীদের আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে হিন্দুদের জন্য সতর্কবাণী শোনা গেল তাঁর মুখে। রবিবার নিউ টাউনে রামনবমী পালনের অনুষ্ঠানে যোগদান করে কেন এত পুলিশি নিরাপত্তায় হিন্দুদের অনুষ্ঠান পালন করতে হবে তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্তবাবু। একই সঙ্গে স্মরণ করান পাকিস্তানের জিন্না মন্ত্রিসভার সদস্য যোগেন মণ্ডলের পরিণতিও।এদিন সুকান্তবাবু বলেন, ‘গত কয়েকদিন ধরে পুলিশের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। কারণ হিন্দুরা রামনবমী পালন করবে। তাদের নিরাপত্তা দিতে হবে। ২০১১ সালে ওরা ৩০ শতাংশ ছিল। তার মানে এখন ৩৩ - ৩৫ শতাংশ হবে। তার পরও এত পুলিশবাহিনী দিয়ে হিন্দু বাঙালিকে যদি রামনবমী পালন করতে হয় তাহলে যখন এরা ৪০ শতাংশ হয়ে যাবে আপনার আমার ভবিষ্যৎ কী? সবাই থাকতে পারে আমাদের ভারতবর্ষে। কিন্তু ভারতের নিজস্ব সংস্কৃতি আছে। ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষত্তম, এটা মানতে হবে।’পাকিস্তানের প্রথম মন্ত্রিসভার সদস্য যোগেন মণ্ডলের পরিণতির কথা স্মরণ করিয়ে সুকান্তবাবু বলেন, ‘আমাদের যোগেনবাবু পাকিস্তানে জিন্না সরকারের মন্ত্রী হয়েছিলেন। বলেছিলেন, দলিত আর মুসলিম একসঙ্গে থাকবেন। তার পর বাংলাদেশে এক দিনে কয়েক হাজার দলিত হিন্দু নারী ধর্ষিতা হয়েছিলেন। যোগেনবাবু পালিয়ে এসেছিলেন মন্ত্রিত্ব ছেড়ে। বাঙালিকে শিখতে দেওয়া হয়নি। যোগেনবাবুর ইস্তফাপত্র স্কুলে স্কুলে বাচ্চাদের পড়ানো দরকার।’এমনকী রাজ্যে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সুকান্তবাবু বলেন, ‘আমি তো স্কুল কলেজে পশ্চিমবঙ্গ সরকারের ইতিহাস পড়েছি। যোগেন মণ্ডলের নামই জানতাম না। পরে বড় হয়ে অন্যান্য বই পড়ে বুঝলাম ইতিহাস পুরো ঢেকে দেওয়া হয়েছে। বাঙালিকে তার ইতিহাস জানতে দেওয়া হয়নি।’