জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বেশ জনপ্রিয়। এখানের লেডিজ হস্টেলে থেকে ছাত্রীরা পড়াশোনা করেন। এখানের ছাত্রীরা ছুটির দিন থাকলে হয় নিজেদের বাড়ি ফেরেন, না হলে জলপাইগুড়ির নানা জায়গায় ঘুরে বেরিয়ে সময় কাটান। তারপর আবার হস্টেলে ফিরে আসেন। এবার এই সরকারি হস্টেলের সামনেই ঘটে গেল চমকে দেওয়ার মতো ঘটনা। এক যুবক ওই লেডিস হস্টেলে থাকা ছাত্রীদের দেখিয়ে সেখানে দাঁড়িয়ে গোপনাঙ্গ বের করে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে বলে অভিযোগ। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করার জেরে তাকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতের দিকে এই ঘটনা ঘটেছে। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সাখের পাড়া গ্রামের বাসিন্দা ওই অভিযুক্ত যুবক। সে ছাত্রীদের দিকে গোপানাঙ্গ বের করে অশ্লীল ইঙ্গিত করে। সেই অভিযোগ জমা পড়তেই তাকে গ্রেফতার করা হয়েছে। এই যুবকের বিরুদ্ধে আগে চুরি করার অভিযোগ উঠেছিল বলে জেলও খাটে। এবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী হস্টেলের সামনে দাঁড়িয়ে অশালীন অঙ্গভঙ্গি করার ঘটনা দেখে ছাত্রীরা নিরাপত্তা কর্মীদের খবর দেন। নিরাপত্তা কর্মীরা আসতেই পালিয়ে যায় যুবক। খবর দেওয়া হলে কলেজে পুলিশ আসে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: বিঘার পর বিঘা জমি জলের তলায়, অকাল বন্যা দেখা দিয়েছে উদয়নারায়ণপুরে, কষ্টে কৃষকরা
এদিকে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস অনেক বড়। সেখানে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ওই ক্যাম্পাসেই ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক পৃথক হস্টেল রয়েছে। তবে অনেকটা বড় জায়গা হওয়া অনেকাংশ ফাঁকাই থাকে। সেই সুযোগটা নিয়েই ওইসব জায়গা দিয়ে অভিযুক্ত যুবক ক্যাম্পাসে ঢুকেছিল। এই বিষয়ে সরকারি কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, ‘অত্যন্ত কুরুচিপূর্ণ ঘটনা। পুলিশকে পদক্ষেপ করেছে। আমাদের হস্টেলগুলির জন্য নিরাপত্তা কর্মী আছে। পুলিশ এবং পিঙ্ক পুলিশ ভ্যান নিয়মিত ক্যাম্পাসের চারপাশে টহল দেয়। তারপরও নজর এড়িয়ে ওই যুবক ক্যাম্পাসে ঢুকেছিল।’