ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জায়গায় অন্যান্য রাজ্যের লোকজনদের নাম বসিয়ে দেওয়া হয়েছে- আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এমনই অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, একই এপিক কার্ডে ভিনরাজ্যের লোকেদের নাম তোলা হয়েছে। যাঁরা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় এসে ভোট দিয়ে চলে যাবেন। শুধু তাই নয়, যাঁরা আদতে পশ্চিমবঙ্গের মানুষ, তাঁদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
ভোটার তালিকা থেকে নাম কেটে দেয়নি তো? সতর্ক করলেন মমতা
মমতা বলেন, ‘বাংলার মানুষকে আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন দয়া করে। তা নাহলে যে কোনও দিন এনআরসির (জাতীয় নাগরিক পঞ্জি) নাম করে এবং সিএএয়ের (নাগরিক্ব সংশোধনী আইন) নাম করে ছলচাতুরি করে আপনাদের নামটা কেটে দেবে। এর দুটো দিক আছে। একটা হল যে তৃণমূলকে হারানো, বাংলাকে দখল করা।’
সেইসঙ্গে তিনি বলেন, 'আর দু'নম্বর দিক হচ্ছে যে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে, আইডিটা কেটে নেবে। একটা এপিক কার্ডের নম্বরে যদি দু'জন থাকেন, তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে এক সেকেন্ড লাগবে। আর এটা হচ্ছে খোদ নির্বাচন কমিশনের আশীর্বাদে।'
'সর্ষের মধ্যে ভূত, আর ভূত বলছে যে….', কটাক্ষ বিরোধীদের
যদিও মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মমতা যা যা অভিযোগ করেছেন, সেটা নিয়ে নির্বাচন কমিশনে তথ্যপ্রমাণ দেওয়া উচিত। অন্যদিকে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কটাক্ষ করে জানিয়েছেন যে সর্ষের মধ্যেই ভূত থাকে। অথচ এখন ভূতই বলছে যে নাকি ভূত তাড়িয়ে দেবে।
কীভাবে ভোটার তালিকায় নাম আছে কিনা, সেটা দেখতে হবে?
সেই রাজনৈতিক তরজার মধ্যেই মুখ্যমন্ত্রী যা বলেছেন, সেটার মতো যদি ভোটার তালিকায় নিজের নাম দেখতে চান, তাহলে কীভাবে করবেন? একেবারে ধাপে-ধাপে পুরো পদ্ধতি দেখে নিন।
১) নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট -তে যেতে হবে।
২) হোমপেজের কিছুটা নীচের দিকে নামলে 'Electors' দেখতে পাবেন। সেখানে 'Search Name in Voter list' আছে। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে নিজের ভোটার আইডি কার্ডের নম্বর (এপিক নম্বর) দিতে হবে। বেছে নিতে হবে নিজের রাজ্য। ভাষাও পালটাতে পারবেন। ক্যাপচা দিতে হবে। তারপর ক্লিক করতে হবে 'Search'-এ। যদি কেউ Search by EPIC থেকে খুঁজে না পান, তাহলে Search by Details বা Search by Mobile থেকে পাবেন।
৪) তাহলেই নিজের ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় দেখতে পাবেন।
ভোটার কার্ড সংক্রান্ত তথ্য দেখতে ক্লিক করুন এখানে -