হিমন্ত বিশ্বশর্মার ‘দুর্গাপুজো’ মন্তব্য নিয়ে অসমের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলের দাবি, বিজেপির বাংলা-বিরোধী মুখোশটা খুলে গেল। আর হিমন্তের যে মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ শানাচ্ছে তৃণমূল, তা গত রবিবার দমদমের জনসভা থেকে করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছিলেন যে দুর্গাপুজো কোনও উৎসব নয়। দুর্গাপুজো আদতে পুজোই। দুর্গাপুজোকে উৎসব বলা যায় না। সেইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে হিমন্ত প্রশ্ন করেন, ইদকে কি উৎসব বলার ক্ষমতা আছে তৃণমূল সুপ্রিমোর?
হিমন্ত ঠিক কী বলেছিলেন?
দমদমের জনসভা থেকে হিমন্ত বলেন, ‘কোনও একদিন আসবে, যখন আপনি বলবেন যে দুর্গাপুজো পুজো নয়, উৎসব আসলে। পুজো কীভাবে উৎসব হতে পারে? পুজোয় ৭২ ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়। মন্ত্রপাঠ করা হয়। পুজো উৎসব নয়, পুজো পুজোই হয় মমতাদি। আমাদের দুর্গাপুজোকে উৎসব বানানোর (চেষ্টা) শুরু হয়েছে বাংলা থেকেই। পুজো থেকে আমরা আধ্যাত্মিক শক্তি লাভ করি। উৎসব থেকে শক্তি পাই না।’
সেইসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘ইদকে উৎসব বলার দম আছে আপনার? আপনি বলতে পারবেন যে ইদ উৎসব? (আপনি বলতে পারবেন যে) রোজা রোজা নয়, উৎসব আসলে? (আপনি বলতে পারবেন যে) ইদ আসলে ইদ নয়, উৎসব আসলে? কিন্তু আপনি তো মনপ্রাণ দিয়ে বলেন যে পুজো নয়, দুর্গোৎসব (হচ্ছে)। মমতাদি, ৫,০০০ বছর ধরে দুর্গাপুজো চলছে, আর দুর্গাপুজোই চলবে। এটাকে উৎসব বানানোর চেষ্টা করবেন না।’
তৃণমূলের আক্রমণ
হিমন্তের সেই বক্তব্যের অংশের ভিডিয়ো পোস্ট করে তৃণমূল বিজেপিকে আক্রমণ শানিয়েছে। তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান তথা তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘বাববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবারের সদস্যরা বাংলার সংস্কৃতির অপমান করেছেন, ঐতিহ্যের অবমাননা করেছেন এবং শ্রদ্ধেয় আইকনদের সম্মানহানি করেছেন।
তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আরও বলেন, 'দুর্গাপুজোর ঐতিহ্য নিয়ে প্রশ্ন তুলে আমাদের বিশ্বাসের উপর আঘাত করেছেন হিমন্ত বিশ্বশর্মা। আমাদের বৈচিত্র্যময় বাংলায় এই বাংলা-বিরোধী, বহিরাগতদের কোনও জায়গা নেই।’