মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চালায় কয়েক হাজার মানুষ। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায় যে দুষ্কৃতীদের ঠেকানো তো দূরের কথা, পুলিশকে নাকি মসজিদে গিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে হয়। এহেন পরিস্থিতিতে জেলা প্রশাসন বিএসএফের শরণাপন্ন হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে। এই আবহে বিএসএফের তরফ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় রাজ্য সরকারকে সাহায্য করতে বিএসএফ বাহিনী পাঠিয়েছে।
আরও পড়ুন: গোপন আলোচনা হয় রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর, মুর্শিদাবাদ হিংসার পর মুখ্যসচিব বলেন…
দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ ডিআইজি জনসংযোগ আধিকারিক নিলোৎপাল কুমার পাণ্ডে বলেন, 'মুর্শিদাবাদে ওয়াকফ সংশোঝনী বিলের প্রতিবাদে বিশাল জমায়েত হয়। পরবর্তীতে সেই জমায়েতকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। এর জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। জেলা প্রশাসন তখন বিএসএফের কাছে সাহায্যের আবেদন জানায়। বিএসএফ সেই আবেদনা সাড়া দিয়ে বাহিনী পাঠিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সাহায্য করবে বাহিনী।'