বাংলায় কবে হবে কলেজ–বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শিক্ষাঙ্গনের সর্বত্র। এই নির্বাচন চেয়ে সম্প্রতি বিক্ষোভ দেখানো হয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তাঁর উপর হামলা নামিয়ে এনেছিল একদল পড়ুয়া। যার ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয় তপ্ত হয়ে উঠেছিল। এবার এই ছাত্র সংসদ নির্বাচন চলতি বছরেই রাজ্যের কলেজ–বিশ্ববিদ্যালয়গুলিতে আয়োজন করা হতে পারে বলে রবিবার বোলপুর থেকেই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ যদিও গোটা বিষয়টাই ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে ৷ কারণ বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
আজ, রবিবার বোলপুরে ৪১তম পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষক অ্যাসোসিয়েশনের সভায় যোগ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে অনেক অধ্যাপক অধ্যাপিকার সঙ্গে কথা বললেন তিনি। অনেকের কাছ থেকে নানা কথাও জেনে নিলেন। আর এই সৌজন্য এবং আলাপচারিতার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘দেখুন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মহামান্য আদালত যা বলেছে, তার সঙ্গে আমার কোনও দ্বিমত নেই ৷ কিন্তু এটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা খুবই বলা দরকার ৷ যেটা আমি আগেও বলেছি, আবারও বলছি, নির্বাচন হবে এই বিষয়ে আমি আশাবাদী।’
আরও পড়ুন: বৈঁচীগ্রাম স্টেশনে নির্বিচারে গাছের ডালপালা কাটার অভিযোগ, রেলের কীর্তিতে প্রতিবাদ আমজনতার
এই ছাত্র সংসদ নির্বাচন সঠিক সময়ে হচ্ছে না। রাজ্য সরকার তা করতে উদাসীন এই অভিযোগ তুলে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট উচ্চশিক্ষা দফতরের কাছে তখন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে হলফনামা তলব করে। কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না? যে কমিটি রাজ্য সরকার করেছে, তার রিপোর্টের ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়েছে? হলফনামায় উল্লেখ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর দ্রুত পদক্ষেপ করার কথাও বলেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।