সম্প্রতি, এমডি ডিগ্রি দেখিয়ে রোগী দেখার অভিযোগ উঠেছে মেডিক্যালের ছাত্র শেখ মহম্মদ অখিলের বিরুদ্ধে। প্রথম বর্ষের ছাত্র হওয়ার পরে অখিল এমডি ডিগ্রি দেখিয়ে রোগী দেখছে বলে অভিযোগ। সেই ঘটনায় ইতিমধ্যেই হুগলির চণ্ডীতলা থানায় অভিযোগ অখিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি মেডিক্যাল ছাত্রের এমন কীর্তিতে সোশ্যাল মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। সমালোচনায় সরব হয়েছে চিকিৎসক মহল। তারা অখিলের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, শাস্তি না দেওয়া হলে চিকিৎসকদের প্রতি রোগীদের আস্থা হারাবে।
আরও পড়ুন: কখনও ডাক্তার, কখনও NIA অফিসার, কখনও বিজ্ঞানী- ৬ মহিলাকে বিয়ে, ধৃত কাশ্মীরি যুবক
কল্যাণীর কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের পিজিটি প্রথম বর্ষের ছাত্র হলেন অখিল। সাধারণত এমবিবিএস পাশ করার পর কোনও চিকিৎসক রোগী দেখতে পারেন। কিন্তু, কমিউনিটি মেডিসিনের স্নাতকোত্তরের ছাত্র এভাবে নিজেকে জেনারেল মেডিসিন হিসেবে পরিচয় দিতে পারেন না বলেই অভিযোগ। শুধু তাই নয়, পিজিটি থেকে একজন ছাত্র কোনওভাবে হাসপাতালের বাইরে রোগী দেখতে পারে না, অথচ নিজেকে জেনারেল মেডিসিন দাবি করে অখিল হাসপাতালের বাইরে রোগী দেখতেন বলে অভিযোগ। সাধারণত রোগ হলে কীভাবে প্রতিকার করা যায় তা পড়ানো হয় জেনারেল মেডিসিনে আর কী কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিলে রোগ হবে না সেই সংক্রান্ত বিষয় কমিউনিটি মেডিসিনে পড়ানো হয়। অর্থাৎ এই দুটির মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। তাই অখিলের এমন কাণ্ডে সরব হয়েছে চিকিৎসক মহল।