বাড়ির সামনেই দাউদাউ করে জ্বলে উঠল তৃণমূল নেতার চার চাকার গাড়ি। তবে নেভানোর আগেই পুরো গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটেনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও কে বা কারা কী কারণে গাড়িতে আগুন লাগিয়েছে? সে বিষয়টি স্পষ্ট নয় তৃণমূল নেতা শেখ তাফাজ্জুলের কাছে। তবে তাঁর দাবি, মাদক কারবারের প্রতিবাদ করার জন্যই তাঁর গাড়িতে আগুন লাগানো হয়েছে।
আরও পড়ুন: দাউদাউ করে জ্বলছে বাইপাসের গ্যারেজ, বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে তুমুল আলোড়ন
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভোর তিনটে নাগাদ। তৃণমূল নেতার অভিযোগ, বাড়িতে তিনি ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে কিছু ফাটার শব্দ পেয়ে তিনি ঘুম থেকে উঠে পড়েন। পরে বাড়ির বাইরে আসতেই দেখেন দাউদাউ করে চলছে তাঁর চার চাকার গাড়ি। তখন স্থানীয়দের তৎপরতায় আগুন নেভান তৃণমূল নেতা। কিন্তু, আগুন নেভালেও ততক্ষণে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। এ দিনের ঘটনায় গাড়ির আগুনের সংস্পর্শে এসে তৃণমূল নেতার বাড়ির একটি জানলাও পুড়ে যায়। তবে পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। তারফলে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তৃণমূল নেতা এবং তাঁর বাড়ির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত? কী কারণে আগুন লাগানো হয়েছে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।