পারিবারিক জমি জায়গা নিয়ে বিবাদ। আর তার জেরে ভয়ঙ্কর পরিণতি হল সিভিক ভলান্টিয়ারের। নিজের আত্মীয়রাই লাঠি শাবল দিয়ে পিটিয়ে খুন করলোল সিভিক ভলান্টিয়ারকে। মৃত সিভিকের নাম রুহুল আমিন (৩৩)। রবিবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের সামসি এলাকায়। কাকা এবং কাকার দুই ছেলে সিভিককে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় সিভিক ভলান্টিয়ারের পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন: সিভিক ভলেন্টিয়ারের রহস্যজনক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা? তদন্তে জয়নগর থানার পুলিশ
জানা গিয়েছে, এই ঘটনায় সিভিক ভলান্টিয়ারের পরিবারের কাছে অভিযোগ পেয়ে পুলিশ খুনের মামলা দায়ের করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সামসি গ্রামীণ হাসপাতালের পেছনে রুহুল আমিনদের পারিবারিক একটি জমি রয়েছে। সেই জমি নিয়ে রুহুল আমিনের কাকা আব্দুল রহমানের সঙ্গে তাদের বিবাদ চলছে দীর্ঘদিন ধরে। রবিবার ওই জমিতে আব্দুল রহমান বাড়ি তৈরির কাজ শুরু করতে যায়। তা থেকেই ঘটনার সূত্রপাত। জায়গার মাপ যোগ নিয়ে সমস্যা হওয়ায় রুহুল আমিনরা প্রতিবাদ জানান। তাই নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাঁধে। তখনই রুহুল আমিনকে তাঁর কাকা এবং কাকার দুই ছেলে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আব্দুল রহমানরা ৪ ভাই। ওই ৪ ভাইকে ৮ শতক জমি ভাগ করে দেওয়া হয়েছিল। তবে তা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এদিন আব্দুল রহমান সেখানে বাড়ি করতে গেলে রুহুল আমিন বাধা দেন। তা থেকে বচসা বাঁধে এবং এরপর তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। রুহুল আমিনের স্ত্রী এবং দুই কন্যা সন্তান রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।