জ্যোতিষে গ্রহের যুতিকে অধিক গুরুত্বপূর্ণ মনে করা হয়। বর্তমানে শুক্র, মঙ্গল ও শনি মকর রাশিতে বিরাজ করছে। জ্যোতিষ গণনা অনুযায়ী, শুক্র, মঙ্গল ও শনি একই রাশিতে বিরাজ করায় কিছু রাশির জন্য সময় অত্যন্ত শুভ। এই ত্রিগ্রহী যোগের ফলে কোন কোন রাশির লাভ হচ্ছে জেনে নিন—মেষকর্মক্ষেত্রে উন্নতি ও ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন।লক্ষ্য লাভ করতে পারবেন।প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এমন পড়ুয়ারা সুসংবাদ পেতে পারেন।সুখ-সমৃদ্ধি, পদ-প্রতিষ্ঠা বাড়তে পারে।অর্থ লাভ হবে, আর্থিক পরিস্থিতি মজবুত হবে।দাম্পত্য জীবন সুখে কাটবে।জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন।কাজে সাফল্য লাভ করবেন।বৃষঅর্থ লাভ সম্ভব।সকলকে প্রভাবিত করতে সফল হবেন।শুভ ফল লাভ করবেন।আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন।কাজে সাফল্যের যোগ সৃষ্টি হচ্ছে।দাম্পত্য জীবনে সুখানুভূতি থাকবে।পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।কর্কটচাকরিতে উন্নতি হবে।চাকরির খোঁজে থাকলে সুসংবাদ পাবেন।আর্থিক পরিস্থিতি উন্নত হবে।জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে।চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।জীবনে আনন্দ থাকবে।বৃশ্চিকআর্থিক দিক দিয়ে লাভ হবে।নতুন ব্যবসা শুরু করতে পারেন।পরিবারের সঙ্গ লাভ করবেন।আয় বৃদ্ধির যোগ রয়েছে।পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারেন।সুখ-সুবিধা বাড়বে।আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।দাম্পত্য জীবন সুখে কাটবে।