Vastu shastra: মা লক্ষ্মীর কৃপা পেতে রান্নাঘরে কি রাখেন তুলসী গাছ? এই নিয়মগুলি জানেন তো! রইল বাস্তুমত
Updated: 14 Aug 2024, 09:00 AM ISTতুলসী গাছ রান্না ঘরে রাখলে, তা নিয়ে কয়েকটি নিয়মে চ... more
তুলসী গাছ রান্না ঘরে রাখলে, তা নিয়ে কয়েকটি নিয়মে চোখ রাখতে পারেন। দেখে নিন কিছু বাস্তুটিপস।
রান্নাঘরে তুলসী রাখার নিয়ম- মূলত রান্না ঘরের তুলসী গাছ রাখলে পুজো অর্চনা করতে হবে। পুজো করতে গেলে রোজ জল অর্পণ করা প্রয়োজন। অনেকেই প্রদীপ জ্বালিয়ে তুলসী পুজোয় বিশ্বাসী। তুলসীর পাতা ঝরলে তা চালের ডিব্বায় রেখে দিতে পারেন। এছাড়াও তুলসী পাতা ঝরলে তা গঙ্গার জলে মিশিয়ে রান্না ঘরের চারদিকে ছিটিয়ে দিতে পারেন।
পরবর্তী ফটো গ্যালারি