২০২৫ সালের সরস্বতী পুজোর তিথির দিকে সকলেরই নজর রয়েছে। বাঙালির ঘরে বছরের প্রথম বড় উৎসব এই সরস্বতী পুজো। বসন্তে বাগদেবীর বন্দনায় ঘরে ঘরে চেনা ছন্দে দেখা যাবে উৎসবের আনন্দ। এদিকে, এই সরস্বতী পুজোর তিথি ঘিরে রয়েছে বহু কৌতূহল। ঠিক কখন থেকে এই সরস্বতী পুজোর তিথি পড়ছে? পঞ্জিকার মত কী বলছে, তা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা। দেখা যাক, সরস্বতী পুজোর তিথি। একই সঙ্গে রইল সরস্বতী পুজোর সময়ে হাতেখড়ির তিথি।
সরস্বতী পুজো তিথি ২০২৫ পঞ্জিকা:-
বসন্ত পঞ্চমী ২০২৫ সালে সরস্বতী পুজোর তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বাংলার ১৯ মাঘ পড়ছে। দিনটি রবিবার। ইংরেজি ২ ফেব্রুয়ারি রবিবার, সকাল ৯ টা ১৬ মিনিটে রয়েছে বসন্ত পঞ্চমীর তিথি। সরস্বতী পুজোর অমৃতযোগ সকাল ৭টা ৪ মিনিট থেকে ১০টা থেকে। মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৬ মিনিট থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে। পঞ্চমী তিথি শেষ হবে ইংরেজি ৩ ফেব্রুয়ারি ২০২৫-এ সকাল ৬ টা ৫৩ মিনিটে। মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৫৬ মিনিট ৬ সেকেন্ড থেকে ১টা ৪০ মিনিট ১ সেকেন্ড।
( Budget 2025 Latest: জীবনদায়ী ৩৬ ওষুধ, মোবাইল সহ আর কী কী সস্তা হচ্ছে নির্মলার বাজেট ২০২৫-এ? কী কী দামি! লিস্ট একনজরে)
( Budget:কেজরির দাবি ছিল ১০ লাখ পর্যন্ত IT ছাড়, নির্মলা দিলেন ১২ লাখ পর্যন্ত! এবার দিল্লির Ex CM বলছেন,' আমার দুঃখ যে..')