বৈদিক জ্যোতিষে দৈত্য় গুরু শুক্র, নবগ্রহের মধ্যে অন্যতম স্থান অধিকার করে রয়েছেন। তাঁর সামান্য চলনে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন। শুক্র বর্তমানে পূর্বভাদ্রপদ নক্ষত্রে বিরাজমান। আর ১ ফেব্রুয়ারি তিনি নক্ষত্র পরিবর্তন করবেন। শুক্রের বন্ধু গ্রহ আবার শনিদেব। আর শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ। সেখানেই যাচ্ছেন শুক্র। আর হাতে গোনা ক'দিন পরই শুক্রের এই গমন হবে। কারা লাকি, দেখে নিন।
মেষ
এই রাশির জাতক জাতিকারা অপার লাভ পেতে পারেন। জ্যোতিষমতের গণনা বলছে, অবিবাহিতরা এই সময় বিয়ের জন্য কাউকে খুঁজলে পেয়ে যেতে পারেন। কারোর বিয়ের প্রস্তাব আসতে পারে। ফলে বাড়িতে সানাই বাজার সম্ভাবনা রয়েছে! স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা মিটে যাবে। টাকা পয়সা নিয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। সাফল্য আসবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে দীর্ঘ দূরত্বের কোথাও যেতে পারেন।
(India-Bangladesh border Situation :ত্রিপুরায় সীমান্তে বাংলাদেশিদের হানার পর কড়া প্রহরায় বিএসএফ)
মিথুন
এই সময় জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিপুল লাভ হবে। বস আর সিনিয়রদের আপনার কাজ পছন্দ হতে পারে। তাতে লাভ আপনারই। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালোর দিকে যাবে। বিদেশে চাকরি করতে যাঁরা ইচ্ছুক, তাঁরা পাবেন বিপুল লাভ। অনেক ধরনের সুবিধা পাবেন তাঁরা। কাজের সূত্রে বিদেশে কোথাও যেতে পারেন। পেশাগত জীবনে ভালো কোনও সুযোগ আসতে পারে। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়তে পারে।
কন্যা
মা বাবা ও মেন্টরের পরামর্শে আপনি বহু দিক থেকে সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসলেও আসতে পারে। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। কোনও টাকা বাঁচাতে পারবেন।
আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫-এ রয়েছে শুক্রের এই নক্ষত্র গোচর। ১ ফেব্রুয়ারি সকাল ৮ টা ৩৭ মিনিটে উত্তর ভাদ্রপদে প্রবেশ করবেন শুক্র।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )