বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র হলেন প্রেম, বিবাহ,সুখ, কলা বিলাসিতার কারক। তিনি দিয়ে থাকেন ধন, ঐশ্বর্য,সৌন্দর্য। এই শুক্রের চলাচলে সামান্য পরিবর্তন এলেও তা বেশ তাৎপর্যধরে রাখে। শুক্রের চালে যদি পরিবর্তন আসে, তাহলে উপরোক্ত সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু বদল তো আসবেই। আর হাতে গোনা কিছুদিন পরই শুক্রের নক্ষত্র পরিবর্তন হতে চলেছে। ২২ ডিসেম্বর, রবিবার হতে চলেছে শুক্রের নক্ষত্র গোচর। তারফলে শ্রাবণ নক্ষত্র থেকে বেরিয়ে শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। এর জেরে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, কারা লাকি হবেন।
ধনু
শুক্রের নক্ষত্র গোচর লাভদায়ক হতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। ব্যক্তিত্বে আসবে আলাদা উজ্জ্বলতা। দাম্পত্যে সম্পর্ক হবে দারুন মজবুত। চাকরিতে উন্নতি হবে। সময়ে সময়ে আকস্মিক ধনলাভ হবে। নতুন চাকরি প্রাপ্তির যোগ তৈরি হবে। প্রমোশন হতে পারে কর্মক্ষেত্রে। এই সময় আপনার ভেবে রাখা যোজনা সফল হতে পারে। নিজের চেষ্টায় এই সময় দারুন উন্নতির দিকে যেতে পারেন। সমাজে ধনবান ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি আসবে।
( Lord Shanidev: কন্যা সহ এই ৫ রাশি শনিদেবের প্রিয়! কর্মফলদাতার কৃপায় কী কী লাভ করে এরা? রইল জ্যোতিষমত)
( Amit Shah on Rahul Gandhi: ‘৫৪ বছরের নেতা নিজেকে যুবক বলেন, সংবিধান নিয়ে ঘোরেন, আর… ’, রাহুলকে খোঁচা অমিতের)
মেষ
আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। আয়ে ব্যাপক উন্নতি হবে। ব্যবসায় খুব বৃদ্ধি হবে। ভালো বিনিয়োগ হবে। এই বিনিয়োগ থেকে বিপুল লাভ হবে। ব্যবসায়ীদের নতুন নতুন সমঝোতা হবে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। তা আপনার জন্য শুভ প্রমাণিত হবে। কেরিয়ারে উন্নতির রাস্তা তৈরি হবে। উন্নতির দারুন রাস্তা পাবেন। টাকা সঞ্চয় বাড়বে। সহজে লক্ষ্যপ্রাপ্তি হবে।